পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রানিগঞ্জে ডাকাতিকাণ্ডে পলাতকদের ধরতে গিরিডির জঙ্গলে রাতভর চিরুনি তল্লাশি - Raniganj Robbery Case - RANIGANJ ROBBERY CASE

Raniganj Robbery Case: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতিকাণ্ডে পলাতকদের ধরতে গিরিডির জঙ্গলে রাতভর চিরুনি তল্লাশি চালাল দুই রাজ্যের পুলিশ ৷ ওই ঘটনায় ধৃত এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ETV BHARAT
গিরিডির জঙ্গলে চিরুনি তল্লাশি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 12:34 PM IST

গিরিডি, 10 জুন: রানিগঞ্জের সোনার দোকানে ভয়ংকর ডাকাতির ঘটনায় পলাতক 7 অভিযুক্তের খোঁজে গিরিডির জঙ্গলে তল্লাশি চালাল দুই রাজ্যের পুলিশ ৷ ওই ঘটনায় একজন ধরা পড়লেও বাকিরা পলাতক ৷ তাদেরই খোঁজে রবিবার রাতভর গিরিডির পুলিশ সুপার দীপক কুমার শর্মার নেতৃত্বে দুই রাজ্যের পুলিশের একটি যৌথ দল কৈরিডিহের জঙ্গলে চিরুনি তল্লাশি চালায় ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ দুই রাজ্যের পুলিশের: চুরি যাওয়া একটি চার চাকার গাড়ি, কিছু গয়না ও কার্তুজ-সহ গিরিডি পুলিশের হাতে ধরা পড়ে বিহারের গোপালগঞ্জের সুরজ কুমার সিং ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জেলার সারিয়া বাগোদার এসডিপিও ধনঞ্জয় কুমার সিং ও সারিয়া থানাদারের পাশাপাশি আসানসোল থেকে যাওয়া এসডিপিও বিশ্বজিৎ ও তাঁর দল সুরজকে জিজ্ঞাসাবাদ করেছে ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধাওয়া করার সময় পশ্চিমবঙ্গ পুলিশের একটি বুলেট একজন অপরাধীর কোমরে লেগেছিল । আহত অপরাধী-সহ সুরজ ও অপর দুই সহযোগী ঘটনাস্থল থেকে বাইকে করে পালিয়ে যায় । পথে এই অপরাধীরা একটি হুন্ডাই গাড়ি লুট করে । সেখানেও গাড়ির মালিকের পায়ে গুলি লাগে এবং তারা ওই গাড়ি নিয়ে বিহারের দিকে জিটি রোডে পালিয়ে যায় ৷ তবে গিরিডি পুলিশের হাতে ধরা পড়ে যায় সুরজ ৷

গিরিডির জঙ্গলে রাতভর চিরুনি তল্লাশি দুই রাজ্যের পুলিশের (নিজস্ব ছবি)

স্নিফার ডগ দিয়ে জঙ্গলে তল্লাশি: সুরজ পুলিশকে আরও জানায়, গ্রেফতার হওয়ার আগে সে তার তিন সঙ্গীকে (আহত-সহ) জঙ্গলে নামিয়ে দিয়েছিল । এই তথ্যের ভিত্তিতে উভয় রাজ্যের পুলিশ কৈরিডিহের জঙ্গলে রাতভর তল্লাশি চালায় ৷ হাজারিবাগ থেকে আনা স্নিফার ডগ আহত অপরাধীর রক্তের গন্ধ পেয়ে পুলিশের দলকে ঘটনাস্থলে নিয়ে যায় বলে জানা গিয়েছে ।

রবিবার রাত 12টা থেকে দুই রাজ্যের পুলিশ স্নিফার ডগ নিয়ে জঙ্গলে ঢুকে প্রায় আড়াই ঘণ্টা গোটা জঙ্গলে তল্লাশি চালায় । সেই সময় এক জায়গায় একজন অপরাধীর মুখোশ পাওয়া গিয়েছে ৷ তবে এর বেশি কোনও তথ্য পাওয়া যায়নি । ভোর পর্যন্ত তল্লাশি চালানোর পর পশ্চিমবঙ্গ পুলিশ সুরজকে নিয়ে চলে যায় । গিরিডি পুলিশের দল এখনও পলাতক অপরাধীদের খুঁজছে ।

6 লাখ টাকায় ভাড়া করা হয় সুরজকে:ধৃত সুরজ তার সহযোগীদের অনেক গোপন কথাও পুলিশকে বলেছে বলে জানা গিয়েছে । বলা হচ্ছে, সে মূলত মদ পাচার করে এবং বাংলা-ঝাড়খণ্ড থেকে মদ নিয়ে বিহারে যাচ্ছিল । বাংলার একটি ডাকাত দল তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বাইক চালানোর কাজ দেওয়া হয় । বাইক চালানোর জন্য সে ভাড়া হিসেবে 6 লাখ টাকা পাবে বলে জানানো হয়েছিল । জনবহুল এলাকায় গাড়িটি 100-এর বেশি গতিতে চলছিল বলে জানিয়েছে সুরজ ।

পলাতকদের খোঁজে তল্লাশি:এসডিপিও ধনঞ্জয় কুমার রাম জানান, বাংলায় ডাকাতির সঙ্গে জড়িত এক অপরাধী ধরা পড়েছে । গিরিডি সীমান্তে ঢুকেছিল চার অপরাধী, তিনজনের খোঁজ চলছে । বাংলার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধৃত সুরজ সিংকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details