পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সন্ত্রাসবাদীদের জম্মু অঞ্চলে ঠেলে দিচ্ছে পাকিস্তান, সাম্প্রতিক হামলা নিয়ে কড়া বার্তা ডিজি'র - J K Terror Attacks

J&K Terror Attacks: জম্মু ও কাশ্মীরের ডিজি আরআর সোয়াইন পাকিস্তানের সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দিয়েছেন ৷ কাশ্মীর এবং জম্মুতে স্থানীয়দের নিয়োগে ব্যর্থ হয়েই সন্ত্রাসীরা বাইরে থেকে হামলা চালাচ্ছে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ৷

J&K Terror Attacks
সন্ত্রাসী হামলায় কড়া বার্তা ডিজি'র (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 10:56 PM IST

শ্রীনগর, 13 জুন: গত কয়েকদিনে জম্মুতে একাধিক সন্ত্রাসবাদী হামলা এবং এনকাউন্টারের মধ্যেই কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি ৷ আরআর সোয়াইন বৃহস্পতিবার জানান, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী জঙ্গিদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ৷ এমনকী ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে যাবতীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

রিয়াসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সোয়াইন বলেন, "জম্মু অঞ্চলে জঙ্গিদের ঠেলে দেওয়ার পিছনে একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল ৷ এই অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়েছে ৷" তিনি আরও জানান, যখন পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কাশ্মীর এবং জম্মুতে স্থানীয়দের নিয়োগ করতে পারে না তখনই বাইরে থেকে এবাবে আক্রমণ করে ৷ তাঁর কথায়, "এলওসি জুড়ে স্থানীয়দের নিয়োগ করা এবং শান্তি বিঘ্নিত করতে মানুষকে হত্যা করার জন্য আমাদের অঞ্চলে ঠেলে দেয় ৷ আমরা জম্মু অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবিলায় মানচিত্র তৈরি করছি ৷ নিশ্চিতভাবে আমরা তাদের উপযুক্ত জবাব দেব ৷"

তিনি বলেন, "আমাদের কোনও শত্রু যদি মানুষকে হত্যা করার জন্য এবং সমস্যা সৃষ্টির জন্য প্রস্তুত থাকে; তখন আমাদেরও প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে ৷" ডিজি'র কথায়, জম্মু আদতে বন-জঙ্গল, নদী এবং টিলা পরিবেষ্টিত হওয়ায় কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয় ৷ তিনি বলেন, "এই বিদেশিরা সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তারা আইনের অধীনে কাজ করছে না ৷ যে কারও ক্ষতি করতে পারে এরা। 1995 থেকে 2005 সালের মধ্যে জম্মু অঞ্চলে ঘাঁটি স্থাপনের চেষ্টা করার পরেও তারা যেভাবে পরাজিত হয়েছিল, আমরা তাদের ফের সেভাবেই হারাব ৷"

রাজ্য পুলিশের প্রধান বলেন, "এজেন্ট যারা সন্ত্রাসীদের সমর্থন করার জন্য টাকা এবং মাদকদ্রব্যের বিনিময়ে তাদের বিবেক বিক্রি করে তারাও সতর্ক থাকুন। যারা সন্ত্রাসীদের সমর্থন করে তারাও বুঝতে পারবে ৷ এই ধরনের কার্যকলাপগুলিও চিহ্নিত করা হচ্ছে ৷ তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷" উপরাজ্যপাল মনোজ সিনহা 11 জুন জম্মুতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা করেন ৷ পরে শ্রীনগরে ইউনিফায়েড হেডকোয়ার্টার বৈঠক হয় যেখানে জম্মুতে সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের নতুন ধারা নিয়ে আলোচনা করা হয় বলে খবর ৷ পালটা কৌশলও চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

প্রসঙ্গত, জম্মুর কাঠুয়া, রিয়াসি, ভাদেরওয়াহ এবং ডোডায় গত কয়েকদিনে একাধিক এনকাউন্টার এবং হামলা হয়েছে ৷ যার ফলে সমগ্র এলাকায় গুরুতর নিরাপত্তার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম ঘটনাটি 9 জুন রিপোর্ট করা হয়েছিল, যখন সন্ত্রাসীরা রিয়াসিতে একটি বাসকে লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে বাসটি খাদে পড়ে যায় ৷ ঘটনায় 99 জন পুণ্যার্থী মারা যায় এবং 42 জন গুরুতর আহত হয় বলে খবর। মঙ্গলবার গভীর রাতে কাঠুয়ায় সংঘর্ষও হয়েছে ৷ এনকাউন্টারে দুই সন্ত্রাসী নিহত হয়, যাতে একজন সিআরপিএফ জওয়ানও প্রাণ হারায়।

ABOUT THE AUTHOR

...view details