পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর, মোদিকে ধন্যবাদ সোমনাথের - National Space Day - NATIONAL SPACE DAY

ISRO Chief S Somanath on First National Space Day: চাঁদের মাটি ছোঁয়ার এক বছর পূরণ করল ভারত ৷ তাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে ৷ আর সেই সাফল্য এক বছরে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস উদযাপন করছে সমগ্র দেশ ৷ এই দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান এস সোমনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ ৷ বিজ্ঞান সাধনায় তাঁর লক্ষ্যের প্রশংসা করলেন ইসরোর প্রধান ৷

ISRO Chief S Somanath on First National Space Day
প্রথম জাতীয় মহাকাশ দিবসে দেশবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 11:18 AM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: আজই ভারতীয় মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক দিন ৷ গতবছর অর্থাৎ, 2023 সালের 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করেছিল চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ ঐতিহাসিক এই দিনটিকে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হচ্ছে ৷ সেই উপলক্ষে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রথম জাতীয় মহাকাশ দিবসে সবাইকে অভিনন্দন ৷ মহাকাশ গবেষণায় আমাদের জাতীয় কৃতিত্বকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি ৷ আজকের দিনটি আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের প্রশংসার জন্য । এই সেক্টরের ভবিষ্য়ৎ উন্নতির জন্য আমাদের সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনকি আগামীতে যত সময় এগোবে, আমরা আরও বেশি করে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করব ৷"

অন্যদিকে, ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চা এবং তার সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক বড় অবদান রয়েছে বলে মনে করেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "প্রধানমন্ত্রী হিসেবে মোদি শুধুমাত্র নীতি তৈরি করেননি ৷ সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেই সব নীতিকে বাস্তবায়িত করেছেন ৷"

এনিয়ে ইসরোর চেয়ারম্যান তিনটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ৷ যেখানে তিনি বলেন, "মহাকাশ ক্ষেত্রের আধুনিকীকরণের পর আমরা মহাকাশ নীতি নিয়ে কাজ করেছিলাম ৷ এই নয়া নীতিতে মহাকাশ বিভাগ, ইসরো ও নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল-এর কর্তব্য ও দায়িত্বকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে ৷ সেই সঙ্গে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশীদারিত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের তরফে ৷"

এক্ষেত্রে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পলিসি-র ভূমিকার কথাও উল্লেখ করেন সোমনাথ ৷ তিনি বলেন, "ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পলিসি ঘোষণা করা হয়েছে মহাকাশ বিজ্ঞানের গবেষণায় ৷ যার মাধ্যমে বেসরকারি অথবা বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয় ভারতের মহাকাশ গবেষণায় ৷ তবে, এক্ষেত্রে একাধিক বিধিনিষেধ এবং নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারের তরফে ৷ যা আগে কখনও সম্ভব হয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details