সিঙ্গুর, 1 জানুয়ারি: সিঙ্গুর লোকালের জন্য লাগাতার আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস । সিঙ্গুর লোকাল বাতিলের যে সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করা না-হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ৷ সিঙ্গুর লোকালের গতিপথ সম্প্রসারিত হয়ে আজ তা তারকেশ্বরে যাওয়ার কথা ছিল ৷ তবে মন্ত্রীর নেতৃত্বে দীর্ঘ সময় অবরোধে আটকে থাকার পর ট্রেনটিকে হাওড়া ফিরিয়ে নিয়ে যেতে হয় রেলকে ৷
জমি আন্দোলনের স্মৃতিতে 'সিঙ্গুর আন্দোলন লোকাল' চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2009 সাল থেকেই দুটি সিঙ্গুর লোকাল চালু ছিল । কিন্ত রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, তা বাতিল করে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত গতিপথ সম্প্রসারণ করা হয় । তবে সিঙ্গুর আন্দোলন লোকাল সম্প্রসারণের বিষয়টি মানছে না তৃণমূল ।
এর প্রতিবাদে মঙ্গলবার থেকেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে আন্দোলনে নামে রাজ্যের শাসকদল । বুধবার সকালেও 6.45 মিনিটে সিঙ্গুর লোকাল ট্রেনকে আটকে বিক্ষোভ ও অবরোধ করা হয় । প্রায় দেড় ঘণ্টা চলে অবরোধ । পরে ওই লোকাল হাওড়া ফিরে যায় এবং রেল প্রশাসনের আবেদনের পর অবরোধ ওঠে ।
তৃণমূলের দাবি, সিঙ্গুর লোকাল তুলে নিলে ফের আন্দোলন করা হবে । মন্ত্রী বেচারাম মান্না বলেন, "গতকাল থেকেই আমরা বলেছিলাম, এই সিঙ্গুর লোকাল তুলে নেওয়ার প্রস্তাব আমরা মানব না । এর জন্যই আমরা বিক্ষোভ অবরোধ করেছিলাম । আজ হাওড়ার দিকে ট্রেন ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ সেই কারণেই আমরা অবরোধ তুলেছি । রেল যদি সিঙ্গুর লোকাল তুলে নেওয়ার প্রস্তাব বাতিল না করে, তাহলে আমরা আবারও আন্দোলন করব ।"
যদিও রেল সূত্রে খবর, রেলযাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্ত বিরোধিতা করলে রেলের তরফে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "সাধারণ মানুষের দাবির ভিত্তিতেই সিঙ্গুর লোকালকে সম্প্রসারণ করা হয়েছে । ট্রেন তুলে নেওয়া হয়নি । বৃহত্তর স্বার্থে এটা করা হয়েছে ।"