নয়াদিল্লি, 1 জানুয়ারি: ইংরেজি নতুন বছরে 'নিউ ইয়ার সেল' দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ অন্তর্দেশীয় বিমানে নূন্যতম ভাড়া 1,599 টাকা থেকে শুরু। অফার পেতে 5 জানুয়ারি, 2025 এর মধ্যে টিকিট বুকিং করতে হবে ৷ অফারের টিকিটে যাতাযতের সময়সীমা চলতি বছরের 8 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর ৷
এখানেই শেষ নয় ৷ এয়ারলাইন্সের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করা যাত্রীদের আরও সুবিধা দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ এক্সপ্রেস লাইট ভাড়া শুরু হচ্ছে 1,448 টাকা থেকে ৷ শুধু তাই নয়, এক্ষেত্রে কোনও কনভিনিয়েন্স ফি লাগবে না ৷ কোনও অতিরিক্ত খরচ ছাড়াই 3 কেজি কেবিন লাগেজ প্রি-বুক করা যাবে ৷ এছাড়াও চেক-ইন ব্যাগেজের হারও কমানো হয়েছে ৷ অন্তর্দেশীয় বিমানে অতিরিক্ত 15 কেজির জন্য খরচ হবে 1 হাজার টাকা এবং আন্তর্জাতিক বিমানে 1,300 টাকায় মিলবে 20 কেজি ব্যাগেজ নেওয়ার সুযোগ।
লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা বিজনেস ক্লাসের সমতুল্য এক্সপ্রেস বিজ ভাড়া, অগ্রাধিকার বোর্ডিং, আসন নির্বাচন এবং প্রি-অর্ডার করা খাবারের উপর 25% ছাড় পেতে পারেন। এয়ারলাইনটি বিজ সিট আপগ্রেডের উপর 50% ডিসকাউন্ট ঘোষণা করেছে সংস্থা ৷ তবে এটি বোয়িং 737-8 বিমানে উপলব্ধ। এই অফারগুলি ছাড়াও ছাত্র, প্রবীণ নাগরিক, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সশস্ত্র বাহিনীর কর্মী ও তাঁদের পরিবারের জন্য ভাড়ায় ছাড় দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷
এয়ার ইন্ডিয়া বিমানের মধ্যে ওয়াই-ফাই
ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া বিমানের মধ্যেই Wi-Fi পরিষেবা চালু করেছে ৷ এয়ার ইন্ডিয়া হল প্রথম ভারতীয় বিমান সংস্থা হল, যারা অন্তর্দেশীয় বিমানে ইন্টারনেট সুবিধা দিচ্ছে । তবে পরিষেবাটি বর্তমানে এয়ারবাস-A350, বোয়িং 787-9 এবং এয়ারবাস-A321neo বিমানেই পাওয়া যাবে।
এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা বলেন, “ইন্টারনেট সংযোগ এখন আধুনিক ভ্রমণের একটি অবিচ্ছেদ্য অংশ। যাত্রীরা এই স্বাচ্ছন্দ্য পেতে চান৷ আমরা আত্মবিশ্বাসী যে যাত্রীরা ওয়েব সংযোগের প্রশংসা করবেন এবং এয়ার ইন্ডিয়ার এই বিমানে চড়ে নতুন অভিজ্ঞতা উপভোগ করবেন।”
নতুন এই ফিচারটির মাধ্যমে বিমানে থাকাকালীনই যাত্রীদের ইন্টারনেট সার্চ করতে, সোশাল মিডিয়া ব্যবহার করতে এবং মেসেজ পাঠাতে পারবেন ৷ এই পরিষেবা ইতিমধ্যেই নিউইয়র্ক, লন্ডন এবং সিঙ্গাপুরের মতো শহরে নির্দিষ্ট আন্তর্জাতিক বিমানে পাওয়া যায় ৷ এখন এটি ভারতের অন্তর্দেশীয় বিমানেও পাওয়া যাচ্ছে । তবে যাত্রীরা এয়ার ইন্ডিয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তাঁদের পিএনআর এবং শেষ নাম লিখে ৷ তবে বিমানটি 10,000 ফুট উপরে পৌঁছনোর পরই ওয়াই-ফাই সংযোগ করতে পারা যাবে ৷