পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাঝ আকাশে অসুস্থ যাত্রী, পথ পরিবর্তন করে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের - IndiGo flight Emergency land - INDIGO FLIGHT EMERGENCY LAND

IndiGo Flight: আচমকাই এক যাত্রীর অসুস্থতার কারণে পথ পরিবর্তন করে দ্রুত জরুরি ভিত্তিতে অবতরণ ইন্ডিগো ফ্লাইটের ৷

Etv Bharat
জরুরী অবতরণ ইন্ডিগোর

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 4:06 PM IST

Updated : Mar 29, 2024, 5:16 PM IST

ইন্দোর, 29 মার্চ: মেডিক্যাল এমারজেন্সির কারণে জরুরি ভিত্তিতে ইন্দোরে অবতরণ করল ইন্ডিগোর 6ই-178 ফ্লাইট ৷ জানা গিয়েছে, পাটনা থেকে আমেদাবাদের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিমানটি ৷ আচমকাই বিমানের ভিতরে এক যাত্রী অসুস্থবোধ করেন ৷ সঙ্গে সঙ্গে বিমান সেবিকারা যাত্রীর স্বাস্থ্যের দিকে নজর দেন ৷

এরপরেই বিমানের ক্যাপ্টেন ফ্লাইট রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন ৷ তড়িঘড়ি ইন্দোর বিমান বন্দরে অবতরণ করে বিমানটি ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ অসুস্থ ব্যক্তিকে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে ভরতি করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা সামনে আসতেই ক্যাপ্টেনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ সকলেই জানিয়েছেন এটা সঠিক সিদ্ধান্ত৷ আবার এক সোশাল মিডিয়ায় ব্যবহারকারী লিখেছেন, "চটজলদি চিন্তাভাবনা ও খুব ভালো কাজ করেছে ইন্ডিগো ফ্লাইটের ক্রিউ মেম্বাররা ৷ অসুস্থ যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করি ৷" এর আগেও চলতি বছর জানুয়ারি পথ পরিবর্তন করে জরুরি অবতরণ করেছে ইন্ডিগো বিমান ৷ তবে তার কারণ ছিল খারাপ আবহাওয়া ৷ শুধু তাই নয়, সেই সময় অনেক যাত্রীরাই অভিযোগ করেছিলেন ইন্ডিগোর পরিষেবা নিয়ে ৷ তবে এদিন যেভাবে দ্রুত বিমানের পাইলট সিদ্ধান্ত নিয়ে বিমান অবতরণ করিয়েছেন, তার প্রশংসা করেছেন সকলে ৷

Last Updated : Mar 29, 2024, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details