নয়াদিল্লি ও কলকাতা, 12 অক্টোবর: দশেরার অনুষ্ঠানে মাতল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধি সকলেই অংশ নিলেন রাবণ দহনে। ছেলে রাহুলের পাশে দেখা গেল মা সোনিয়া গান্ধিকেও। পশ্চিমঙ্গের একাধিক প্রান্তেও হল রাবণ দহন।
দিল্লির লালকেল্লার সামনে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আয়োজকদের তরফে মোদির হাতে ত্রিশূল এবং গদা তুলে দেওয়া হয়। অন্যদিকে, দিল্লির নিউ শ্রী ধার্মিক লিলা কমিটির দশেরার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ও রাহুল।
এদিকে, শান্তিনিকেতনে 'রাবণ বধ' অনুষ্ঠান ঘিরে মানুষের ঢল ৷ শ্যামবাটি ক্যানেলের উপর রাবণ বধ অনুষ্ঠানের আয়োজন করে ফুলডাঙা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ৷ এই অনুষ্ঠানে উপচে পড়ল ভিড়। পুজো কমিটির নিজস্ব ভলিন্টিয়ারদের পাশাপাশি শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা ভিড় সামাল দেন ৷ দুর্ঘটনা এড়াতে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছিল ৷