পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে পালিত দশেরা, রাবণ দহনে হাজির দ্রৌপদী মুর্মু-মোদিরা

দশেরায় দশানন রাবণকে বিনাশ করেছিলেন ভগবান রাম। অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে দশেরায় মেতে উঠল দেশ।

india-celebrates-dussehra
দশেরার অনুষ্ঠানে চাঁদের হাট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 10:25 PM IST

Updated : Oct 12, 2024, 10:32 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 12 অক্টোবর: দশেরার অনুষ্ঠানে মাতল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধি সকলেই অংশ নিলেন রাবণ দহনে। ছেলে রাহুলের পাশে দেখা গেল মা সোনিয়া গান্ধিকেও। পশ্চিমঙ্গের একাধিক প্রান্তেও হল রাবণ দহন।

দিল্লির লালকেল্লার সামনে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আয়োজকদের তরফে মোদির হাতে ত্রিশূল এবং গদা তুলে দেওয়া হয়। অন্যদিকে, দিল্লির নিউ শ্রী ধার্মিক লিলা কমিটির দশেরার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ও রাহুল।

দশেরার অনুষ্ঠানে মাতল দেশ (ইটিভি ভারত)

এদিকে, শান্তিনিকেতনে 'রাবণ বধ' অনুষ্ঠান ঘিরে মানুষের ঢল ৷ শ্যামবাটি ক্যানেলের উপর রাবণ বধ অনুষ্ঠানের আয়োজন করে ফুলডাঙা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ৷ এই অনুষ্ঠানে উপচে পড়ল ভিড়। পুজো কমিটির নিজস্ব ভলিন্টিয়ারদের পাশাপাশি শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা ভিড় সামাল দেন ৷ দুর্ঘটনা এড়াতে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছিল ৷

এই প্রথম শান্তিনিকেতনে রাবণ বধ অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ বিশালকায় রাবণ তৈরি করা হয়েছিল জলের মধ্যে ৷ বারণ বধের মধ্য দিয়ে বাজি পোড়ানোও হয় ৷ তা দেখতে রাস্তার উপর মানুষের ঢল নামে ৷ উঠল জয় শ্রীরাম ধ্বনিও ।

দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গপুরেও হল রাবণ দহন । দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে দক্ষিণবঙ্গের বৃহত্তম রাবণ দহন কর্মসূচি দেখতে রাজ্যের পাশাপশি ঝাড়খন্ড, বিহারের বাসিন্দারা এসেছিলেন ।

আখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এবার 56তম বর্ষ। রাবণ দহনের আগে চলে রামলীলা । এই কর্মসূচির উদ্বোধন করলেন রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্কোর ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিংহ। কয়েক লক্ষ টাকার আতশবাজিও পড়ে অনুষ্ঠানে।

Last Updated : Oct 12, 2024, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details