হায়দরাবাদ: প্রেমের সপ্তাহের আজ চতুর্থ দিন । তবে আজকের দিনটা বাকি দিনগুলির থেকে একটু অন্যরকম । আজকের দিন একটু বেশি মিষ্টি । আজ টেডি ডে ৷ তবে এই টেডি ডে এর কোনও বিশিষ্ঠ দিনেই নয় প্রেমিকার রাগ ভাঙাতে সারাবছরই টেডি দিয়ে থাকেন ৷ টেডি বিয়ার ভালোবাসার উষ্ণতা আনার এক অনন্য বিকল্প ৷ যার অর্থ এই টেডি জড়িয়ে ভালোবাসায় ভরিয়ে তোলা ৷ এই দিনটিতে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিজের সঙ্গীর জন্য টেডি বিয়ার কিনে আনেন । এখন ভারতেও শেষ কিছু বছরে এই দিনটিতে টেডি দেওয়ার চল বেড়েছে ৷ তবে এই টেডি বিয়ারের ইতিহাস জানেন কি ৷
টেডি দিবসের ইতিহাস (History Of Teddy Day)
টেডি বিয়ার হল এক ধরনের নরম খেলনা ৷ টেডি বিয়ার নামটা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ডাকনাম টেডি থেকে ৷ বিশ শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রে মরিস মিচটম এবং জার্মানিতে রিচার্ড স্টিফ পৃথক পৃথকভাবে একইসময়ে এটি উদ্ভাবন করেন । মার্কিন প্রেসিডেন্ট থিওডোর 'টেডি' রুজভেল্টের নামানুসারে নাম-রাখা এই টেডি বিয়ার ক্রমেই শিশুদের খেলনার প্রতীক হয়ে ওঠে এবং ছোটদের গল্প, গান আর ছবিতেও স্থান করে নেয় ।