গোয়ালিয়র, 15 মে: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে সিন্ধিয়া প্রয়াত ৷ বুধবার তিনি মারা গিয়েছেন । দিল্লির এইমসে গত তিনমাস ধরে তিনি ভরতি ছিলেন ৷ সেখানেই তিনি এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর ৷ তিনি নিউমোনিয়ার পাশাপাশি সেপসিসে ভুগছিলেন । গত 30 এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ বেশ কয়েকদিন ভেন্টিলেটরে ছিলেন তিনি ।
সেই কারণে কয়েকদিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে দিল্লি চলে আসেন ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়া ও পুরো পরিবার চলে আসেন দিল্লিতে । জ্যোতিরাদিত্য এবার মধ্যপ্রদেশের গুনা লোকসভা আসন থেকে ভোটের ময়দানে নেমেছেন ৷ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গত 7 মে ওই আসনে ভোট নেওয়া হয় ৷ কিন্তু সেই সময়ই তাঁর মা অসুস্থ হয়ে পড়েন ৷ ফলে শেষ মুহূর্তে ভোটের প্রচারে তিনি খুব বেশি সময় দিতে পারেননি ৷
রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার পুত্রবধূ এবং মাধবরাও সিন্ধিয়ার স্ত্রী মাধবী রাজে সিন্ধিয়া নেপালের রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন । সিন্ধিয়া পরিবার বরাবর রাজনীতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত ৷ তার পরও মাধবী রাজে সিন্ধিয়া কখনও রাজনীতিতে আসেননি । তবে স্বামী হোক বা ছেলে, দু’জনের জন্য নির্বাচনী প্রচারে তাঁকে বহুবার দেখা গিয়েছিল ৷