ETV Bharat / bharat

তিন সরকারি কর্মচারীর জঙ্গি-যোগ ! চাকরি থেকে বরখাস্ত উপ-রাজ্যপালের - JAMMU KASHMIR TERRORISM

জম্মু-কাশ্মীরে তিনজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে জঙ্গিবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ তাদের চাকরি থেকে বরখাস্ত করলেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷

Jammu Kashmir LG Manoj Sinha
জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 5:13 PM IST

শ্রীনগর, 15 ফেব্রুয়ারি: দেশদ্রোহিতার অভিযোগে তিন সরকারি কর্মীকে ছাঁটাই করলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ ওই তিন সরকারি কর্মীর বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ রয়েছে ৷ এদিকে উপ-রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷

তাঁর প্রশ্ন, জঙ্গিযোগের অভিযোগে উপরাজ্যপালের সরকারি কর্মচারীদের ছাঁটাই করাটা স্বেচ্ছাচারিতা ৷ আদালতে অপরাধ প্রমাণিত না-হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তই নিরপরাধ ৷ সরকারি সূত্রে খবর, উপ-রাজ্যপাল সংবিধানের 311(2)(c) ধারা প্রয়োগ করে তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন ৷ ওই তিন সরকারি কর্মচারীর পরিচয়- কনস্টেবল ফিরদৌস আহমেদ ভাট, শিক্ষা দফতরের শিক্ষক মহম্মদ আশরাফ ভাট এবং বন দফতরের কর্মী নিসার আহমেদ খান ৷ এই তিন জনকেই 2000 সালে এক মন্ত্রীর মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷

এক সরকারি আধিকারিকের কথায়, "নিরাপত্তা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে তিনজনকে বরখাস্ত করা হয়েছে ৷ তারা সবাই এখন বিভিন্ন জঙ্গিবাদী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে জেলে রয়েছে ৷" গত কয়েক বছরে এই জঙ্গিযোগের অভিযোগে 79 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ সম্প্রতি জম্মু ও শ্রীনগরে পরপর দু'টি নিরাপত্তা সংক্রান্ত উচ্চস্তরীয় বৈঠক করেন উপ-রাজ্যপাল ৷ তারপরই এই পদক্ষেপ ৷

সরকারি সূত্রে খবর, 2005 সালে কনস্টেবল ফিরদৌস আহমেদ ভাটকে স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) হিসাবে নিযুক্ত করা হয়েছিল ৷ পরে 2011 সালে তার পদোন্নতি হয়ে কনস্টেবল পদে উন্নীত হয় ৷ তাঁর বিরুদ্ধে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনকে নানাভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে ৷ তাকে জম্মু-কাশ্মীর পুলিশের ইলেকট্রনিক সার্ভেল্যান্স ইউনিটে পোস্টিং দেওয়া হয়েছিল ৷

অনন্তনাগে দুই জঙ্গি ওয়াসিম শাহ এবং আদনান বেইঘ ধরা পড়ার পরই ফিরদৌস আহমেদ ভাটের জঙ্গিযোগের বিষয়টি সামনে আসে বলে অভিযোগ ৷ জঙ্গিদের কাছ থেকে পিস্তল ও একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় ৷ তারা পর্যটকদের উপর হামলা চালানোর ছক কষছিল ৷ ফিরদৌস আহমেদ ভাটের অনন্তনাগের বাড়ি এবং শ্রীনগরে পুলিশ হাউজিং কলোনিতে তার কোয়ার্টার থেকে পিস্তল, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী চরস জাতীয় মাদকও পাওয়া গিয়েছে ৷ এই সব অস্ত্র, চরস ড্রোনের মাধ্যমে তার বাড়িতে ফেলে গিয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনের সদস্য সাজিদ জুট ওরফে 'সইফুল্লা' ৷ এখন ফিরদৌস আহমেদ ভাট কোট ভালওয়াল জেলে বন্দি ৷

এক সরকারি আধিকারিক বলেন, "সে শুধুমাত্র সরকারি নিরাপত্তার গোপন খবরই জঙ্গিদের দেয়নি, সন্ত্রাসবাদী হামলায় জঙ্গিদের পথ দেখিয়েছে ৷" 2020 সালের পুলিশের উপর জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ফিরদৌস আহমেদ ভাটের বিরুদ্ধে ৷ এরপর গত বছরের 18 মে পহেলগাঁওতে এই হামলায় সাব-ইনস্পেক্টর আশরাফ ভাটকে হত্যা করেছিল কয়েকজন জঙ্গি ৷ তাতেও যোগসাজশ ছিল ভাটের ৷

শিক্ষক আশরফ ভাট রেইসির বাসিন্দা ছিল ৷ তাকে 2008 সালে 'রেহবার-ই-তালিম' শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয় ৷ পরে 2013 সালের জুন মাসে তাকে নিয়মিত শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় ৷ কিন্তু সেও এলইটি জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল বলে অভিযোগ ৷ এক সরকারি আধিকারিক বলেন, "দীর্ঘ সময় ধরে তার কাজকর্ম গোপন ছিল ৷ 2022 সালে তার কুকীর্তির কথা জানা যায় ৷ তাকে গ্রেফতার করা হয় এবং এখন সে রেইসির জেলা কারাগারে বন্দি ৷"

শ্রীনগর, 15 ফেব্রুয়ারি: দেশদ্রোহিতার অভিযোগে তিন সরকারি কর্মীকে ছাঁটাই করলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ ওই তিন সরকারি কর্মীর বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ রয়েছে ৷ এদিকে উপ-রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷

তাঁর প্রশ্ন, জঙ্গিযোগের অভিযোগে উপরাজ্যপালের সরকারি কর্মচারীদের ছাঁটাই করাটা স্বেচ্ছাচারিতা ৷ আদালতে অপরাধ প্রমাণিত না-হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তই নিরপরাধ ৷ সরকারি সূত্রে খবর, উপ-রাজ্যপাল সংবিধানের 311(2)(c) ধারা প্রয়োগ করে তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন ৷ ওই তিন সরকারি কর্মচারীর পরিচয়- কনস্টেবল ফিরদৌস আহমেদ ভাট, শিক্ষা দফতরের শিক্ষক মহম্মদ আশরাফ ভাট এবং বন দফতরের কর্মী নিসার আহমেদ খান ৷ এই তিন জনকেই 2000 সালে এক মন্ত্রীর মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷

এক সরকারি আধিকারিকের কথায়, "নিরাপত্তা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে তিনজনকে বরখাস্ত করা হয়েছে ৷ তারা সবাই এখন বিভিন্ন জঙ্গিবাদী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে জেলে রয়েছে ৷" গত কয়েক বছরে এই জঙ্গিযোগের অভিযোগে 79 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ সম্প্রতি জম্মু ও শ্রীনগরে পরপর দু'টি নিরাপত্তা সংক্রান্ত উচ্চস্তরীয় বৈঠক করেন উপ-রাজ্যপাল ৷ তারপরই এই পদক্ষেপ ৷

সরকারি সূত্রে খবর, 2005 সালে কনস্টেবল ফিরদৌস আহমেদ ভাটকে স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) হিসাবে নিযুক্ত করা হয়েছিল ৷ পরে 2011 সালে তার পদোন্নতি হয়ে কনস্টেবল পদে উন্নীত হয় ৷ তাঁর বিরুদ্ধে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনকে নানাভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে ৷ তাকে জম্মু-কাশ্মীর পুলিশের ইলেকট্রনিক সার্ভেল্যান্স ইউনিটে পোস্টিং দেওয়া হয়েছিল ৷

অনন্তনাগে দুই জঙ্গি ওয়াসিম শাহ এবং আদনান বেইঘ ধরা পড়ার পরই ফিরদৌস আহমেদ ভাটের জঙ্গিযোগের বিষয়টি সামনে আসে বলে অভিযোগ ৷ জঙ্গিদের কাছ থেকে পিস্তল ও একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় ৷ তারা পর্যটকদের উপর হামলা চালানোর ছক কষছিল ৷ ফিরদৌস আহমেদ ভাটের অনন্তনাগের বাড়ি এবং শ্রীনগরে পুলিশ হাউজিং কলোনিতে তার কোয়ার্টার থেকে পিস্তল, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী চরস জাতীয় মাদকও পাওয়া গিয়েছে ৷ এই সব অস্ত্র, চরস ড্রোনের মাধ্যমে তার বাড়িতে ফেলে গিয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনের সদস্য সাজিদ জুট ওরফে 'সইফুল্লা' ৷ এখন ফিরদৌস আহমেদ ভাট কোট ভালওয়াল জেলে বন্দি ৷

এক সরকারি আধিকারিক বলেন, "সে শুধুমাত্র সরকারি নিরাপত্তার গোপন খবরই জঙ্গিদের দেয়নি, সন্ত্রাসবাদী হামলায় জঙ্গিদের পথ দেখিয়েছে ৷" 2020 সালের পুলিশের উপর জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ফিরদৌস আহমেদ ভাটের বিরুদ্ধে ৷ এরপর গত বছরের 18 মে পহেলগাঁওতে এই হামলায় সাব-ইনস্পেক্টর আশরাফ ভাটকে হত্যা করেছিল কয়েকজন জঙ্গি ৷ তাতেও যোগসাজশ ছিল ভাটের ৷

শিক্ষক আশরফ ভাট রেইসির বাসিন্দা ছিল ৷ তাকে 2008 সালে 'রেহবার-ই-তালিম' শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয় ৷ পরে 2013 সালের জুন মাসে তাকে নিয়মিত শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় ৷ কিন্তু সেও এলইটি জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল বলে অভিযোগ ৷ এক সরকারি আধিকারিক বলেন, "দীর্ঘ সময় ধরে তার কাজকর্ম গোপন ছিল ৷ 2022 সালে তার কুকীর্তির কথা জানা যায় ৷ তাকে গ্রেফতার করা হয় এবং এখন সে রেইসির জেলা কারাগারে বন্দি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.