পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরলেন রাজীব, এলেন বিবেক; নয়া সম্পর্কে বাঁধা পড়ল বাংলা-গুজরাত পুলিশ - loksabha elections

Election Commission of India: লোকসভা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি রাজীর কুমারকে। নতুন দায়িত্বে এলেন বিবেক সহায়। আর তার ফলেই গুজরাট আর পশ্চিমবঙ্গ পুলিশ বাঁধা পড়ল নতুন সম্পর্কে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 10:56 PM IST

Updated : Mar 19, 2024, 10:18 AM IST

কলকাতা, 18 মার্চ: চারপাশে এমন অনেক 'মিল' দেখা যায় ৷ যার মধ্যে সাধারণত 'মিল' খুঁজে পাওয়ার অবকাশ নেই বললেই চলে । সেভাবেই সোমবারের দুপুর মিলিয়ে দিল দুই সম্পূর্ণ দূরপ্রান্তে থাকা পুলিশবাহিনীকে । নির্বাচনী আবহে বাংলার পুলিশ প্রধান হলেন বিবেক সহায় । তাঁর ভাই বিকাশ সহায় গুজরাত পুলিশের ডিজির দায়িত্ব সামালাচ্ছেন আগে থেকেই ।

আইপিএস মহল বলছে, নির্বাচন কমিশনের সৌজন্যে এবার দুই রাজ্যের পুলিশ অভিভাবক হিসেবে পেল রক্তের সম্পর্কের দুই ভাইকে । পারিবারিক সূত্রে জুড়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ ও গুজরাত পুলিশ । গুজরাত পুলিশের ডিজিপি বিকাশ সহায় । আর নির্বাচন কমিশনের দৌলতে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি বিবেক সহায় । বিবেক বড় । বিকাশ ছোট ।

আইপিএস মহল সূত্রের খবর, বিবেক 1988 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার । বিকাশ 1989 ব্যাচের । এবার একই পরিবার থেকে দুই ভাইয়ের কাঁধে দুই রাজ্যের পুলিশের ভার সম্পর্কে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে । ব্যাপারটা বেশ গর্বেরও । ইতিমধ্যেই দেশে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি । তারই মধ্যে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় শুরু হয় নানা গুঞ্জন । রাজ্য সরকার বিবেক সহায়কে ডিজিপি পদে নিয়ে আসে ।

রাজ্যের মানুষ যখন এই বদলি নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন এই সিদ্ধান্তের জেরে নীরবে কাছে চলে এল দুই রাজ্যের পুলিশ । বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি'র দায়িত্ব হল বর্তমানে সকল হেভিয়েট নেতা-নেত্রীর নিরাপত্তার বন্দোবস্ত করা । পাশাপাশি রাজ্যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা নিশ্চিত করা । নির্বাচনের আবহে গুজরাতে বসেও একই কাজ করতে হবে ভাই বিকাশকে । এর আগে একই পরিবারের এমন দুই কৃতি ভাইয়ের সন্ধান মিলেছে । এ রাজ্যেই কাছাকাছি সময়ে মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব সামলেছেন অশোক মোহন চক্রবর্তী এবং গৌতম মোহন চক্রবর্তী । তবে একই সময়ে দুই ভাইয়ের দুটি রাজ্যের পুলিশ প্রধান হওয়ার ঘটনা বিরল বলেই মত প্রশাসনিক মহলের।

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়, নতুন দায়িত্বে রাজীব কুমার
  2. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Last Updated : Mar 19, 2024, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details