নয়াদিল্লি, 13 মার্চ:মঙ্গলবার বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরি এবং 'লেডি ডন' অনুরাধা চৌধুরির। দিল্লির দ্বারকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এই বিয়েকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় চাদড়ে মুড়ে ফেলা হয়েছিল অনুষ্ঠানের জায়গা ৷ বিয়ের দিকে নজর রেখে ছিল চার রাজ্যের পুলিশ। বিয়েতে নিরাপত্তার ব্যবস্থা করা এবং শান্তিপূর্ণভাবে সবকিছু সম্পন্ন করা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ ৷
ওইদিন সন্তোষ গার্ডেনে আধার কার্ড বা অন্যান্য আইডি দেখেই কর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ মূলত যারা খাবার, পানীয় এবং অন্যান্য কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের যাবতীয় দিক খতিয়ে দেখেন নিরাপত্তা কর্মীরা ৷ এর পরেই তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করতে সেখানে দুটি মেটাল ডিটেক্টর গেটও বসানো হয়। প্রত্যেক কর্মচারী, এমনকী গ্যাংস্টারের আত্মীয়-স্বজনদেরও এই গেটের মধ্য দিয়ে যেতে হয়েছে।
জানা গিয়েছে, ওইদিন সকাল 10টা নাগাদ হেফাজতের প্যারোলে নিরাপত্তা কর্মীরা কালা জাঠেরিকে তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানে সরাসরি নিয়ে আসেন। অন্যদিকে, কনে 'লেডি ডন' অনুরাধা চৌধুরী নিজের স্করপিও গাড়ি চালিয়ে লাল স্যুট পরে বিয়ের মণ্ডপে এসেছিলেন। অনুরাধা-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে পুলিশ কর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমও হাজির হয়েছিল।
শুধু মিডিয়ায় নয়, সোশাল মিডিয়াতেও দুই গ্যাংগস্টারের বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল ৷ এর আগে দ্বারকা আদালত জাঠেরিকে বিয়ের জন্য 6 ঘণ্টা হেফাজতের প্যারোল দেয়। তিহাড় জেল থেকে বিয়ের অনুষ্ঠানস্থলে আসা এবং বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ করে ফের কালা জাঠেরিকে তিহাড় জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া পুলিশের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কালা জাঠেরি গ্যাংয়ের কিছু লোকেরা তাকে মুক্ত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করেছিল পুলিশ ৷ কারণ তার সহযোগীরা একবার জাঠেরিকে হরিয়ানা পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছিল। একই সঙ্গে, তার প্রতিদ্বন্দ্বী দলের তরফে কালা জাঠেরির উপর হামলা হতে পারে, এমন আশঙ্কাও ছিল ৷