পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বহুতলের 10 তলায় ভয়াবহ আগুন, মৃত 3

সাতসকালে বহুতলে আগুন লাগল ৷ 10 তলায় অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই প্রবীণ নাগরিকের এবং তাদের এক কর্মীর ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Fire in Mumbai
মুম্বইয়ে বহুতলে আগুন (ইটিভি ভারত)

মুম্বই, 16 অক্টোবর:একটি বহুতল ভবনে আগুন লেগে মৃত্যু হল 3 জনের ৷ মৃতদের মধ্যে দু'জন মহিলা ৷ সরকারি সূত্রে খবর, বুধবার সকাল 8টা নাগাদ মুম্বইয়ের আন্ধেরিতে লোখান্ডওয়ালা এলাকায় 14 তলা বহুতলের 10 তলায় আগুন লাগে ৷ ওই ভবনটির নাম রিয়া প্যালেস ৷ দমকল বিভাগ জানিয়েছে, সকাল 9টায় আগুন নিভে যায় ৷ তবে মৃত্যু হয় 3 জনের ৷

মৃতদের মধ্যে দু'জন প্রৌঢ় চন্দ্রপ্রকাশ সোনি (74), কান্তা সোনি (74) এবং পেলুবেত্তা (42) ৷ আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷ এখন আগুন নিয়ন্ত্রণে ৷ জখমদের দ্রুত কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কেন আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷

এর আগে 1 অক্টোবর দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠেছিল এলাকা ৷ রাত সাড়ে 12টা নাগাদ দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের মুরাদনগর এলাকায় অবস্থিত দু'টি কারখানায় আগুন লাগে ৷ পরে দমকলের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকল সূত্রে খবর, রাতে দিল্লি-মেরঠ সড়কের গঙ্গা খাল সেতু সংলগ্ন ইউসুফপুর-মনোটা গ্রামের কাছে আগুন লাগার খবর যায় মোদিনগর ফায়ার স্টেশন । এরপরেই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ৷

সেপ্টেম্বর মাসের 19 তারিখে বিহারের নওয়াদার দলিত কলোনিতে শতাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ এমনকী গুলিও চলে ৷ নিমেষের মধ্যে বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যায় ৷ পুলিশের তরফে জানানো হয়, 21টি বাড়ি জ্বালানো হয়েছে ৷ ঘটনার জেরে 15 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদের জেরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে ৷ কেউ হতাহত হয়নি ৷ তবে ওই দলিত পরিবারগুলির বেশকিছু গবাদি পশু প্রাণ হারিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details