পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিন সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে খুন করে আত্মসমর্পণ বাবার ! - Gwalior Honor Killing - GWALIOR HONOR KILLING

Father Kills Daughter: গোয়ালিয়রে অনার কিলিং-এর ঘটনা সামনে এসেছে । প্রেমিককে ছেড়ে অন্য ছেলেকে বিয়েতে রাজি ছিল না তরুণী ৷ তাই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন এক বাবা ।

Father kills Daughter
মধ্যপ্রদেশে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 1:22 PM IST

গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), 17 অগস্ট: ভিন সম্প্রদায়ের ছেলের সঙ্গে ঘর ছেড়ে ছিলেন তরুণী ৷ সেটাই ছিল তাঁর অপরাধ ! বাড়ি ফিরতেই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ এখানেই শেষ নয়, নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন 'গুণধর' বাবা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ অতিরিক্ত পুলিশ সুপার গজেন্দ্র সিং বর্ধমান বলেছেন, "অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা নথিভুক্ত করে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

জানা গিয়েছে, ছয় মাস আগে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই তরুণী । বাবা থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেন । এই বিষয়ে পুলিশ ব্যবস্থা নিয়ে দু’দিন আগে মেয়েটিকে উদ্ধার করে এবং পরিবারের হাতে তুলে দেয় । বাবা মেয়েকে বাড়িতে নিয়ে যান ৷ তবে এরপর থেকেই পাড়া প্রতিবেশীরা বাবাকে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে । কিন্তু মেয়েটি তাঁর প্রেমিককে কোনও অবস্থাতেই ভুলতে রাজি ছিল না । তরুণী বাবাকে জানান, তিনি প্রেমিকের সঙ্গেই থাকতে চান ।

সূত্রের খবর, অন্য ছেলেকে বিয়ে রাজি না হওয়ায় এই নিয়ে বাবা ও মেয়ের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয় । এই ঘটনার সময় মেয়ের মাও সেখানে উপস্থিত ছিলেন । ওই মহিলা স্বামীকে শান্ত করার চেষ্টা করেন ৷ কিন্তু স্ত্রীর কোনও কথা শুনতেই রাজি ছিলেন না ওই ব্যক্তি ৷ অভিযোগ, স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং মেয়েকে নির্মমভাবে মারধর করতে থাকেন তিনি । এরপর মেয়েকে তোয়ালে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওই ব্যক্তি । তারপর তিনি নিজেই গিরওয়াই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পুরো ঘটনা পুলিশকে জানান ।

বাবার হাতে মেয়ে খুনের খবর পাওয়া মাত্রই পুলিশ এফএসএল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ বর্তমানে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে । নিহতের মা বলেন, "মেয়ে চলে যাওয়ার পর আমার স্বামী তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন । যে কারও সঙ্গে মারামারি করতেন । এ দিকে মেয়ে বাড়ি ফিরলেও তাঁর প্রেমিককে ছাড়তে রাজি ছিল না ৷ তখন আমার স্বামী তাকে খুন করে ।"

ABOUT THE AUTHOR

...view details