পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমে অনড় কিশোরী, রাগে গলায় মাফলার পেঁচিয়ে খুন করল বাবা ! - love affairs

Honour killing in UP: প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি না হওয়ায় মেয়েকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ প্রেমিকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেও পুলিশের তদন্তে উঠে এল আসল তথ্য ৷ অভিযুক্ত বাবাকে পাকড়াও করেছে পুলিশ ৷

Honor killing
মেয়েকে খুন বাবার

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 7:04 PM IST

সিদ্ধার্থনগর (উত্তরপ্রদেশ), 13 ফেব্রুয়ারি: অনেক বোঝানোর পরও প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি হয়নি ৷ শেষে করুণ পরিণতি হল কিশোরীর ৷ নিজের বাবার হাতেই খুন হতে হল তাকে ৷ মাফলার গলায় জড়িয়ে শ্বাসরোধ করে মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে ৷ অভিযুক্ত বাবা প্রহ্লাদকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, নিজে খুন করে পুরো বিষয়টি মেয়ের প্রেমিকের ঘাড়ে চাপাতে চেয়েছিলেন অভিযুক্ত ৷ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সোহরতগড় এলাকায় ৷

পুলিশ সুপার প্রাচী সিং জানিয়েছেন, 10 ফেব্রুয়ারি সোহরতগড় এলাকার একটি গ্রামের বাইরে বাগানে 17 বছর বয়সি এক কিশোরীর দেহ পাওয়া যায় । মেয়েটির মা এই ঘটনায় একই গ্রামের যুবক অঙ্কিত উপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন । অঙ্কিতের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর ৷ এই ঘটনার সত্য উদঘাটনে পুলিশ একটি দল গঠন করে । তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । এতে তদন্তের মোড় পালটে যায় । পুলিশের সন্দেহের তির ঘুরে যায় মেয়েটির বাবার দিকে । এরপর ওই যুবকের নামে করা মামলা থেকে তাঁকে নিষ্পত্তি দেওয়া হয় । পরে বাবাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি স্বীকার করে নেন যে, নিজেই মেয়েকে হত্যার ষড়যন্ত্র করেন তিনি । পুলিশ জানিয়েছে, হত্যার পর মেয়ের প্রেমিককে ফাঁসানোর পরিকল্পনা ছিল তাঁর ৷

অভিযুক্ত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, ওই গ্রামেরই অঙ্কিতের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল । সে তার সঙ্গে ফোনে কথা বলত । তাকে অনেকবার বোঝানো হলেও সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি হয়নি । এমনকি ঘটনার দিনও তাকে বোঝানো হয় । কিশোরী বলে, কোনও মূল্যেই যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবে না সে । এরপরেই তার উপর রেগে যান কিশোরীর বাবা এবং তাকে হত্যার পরিকল্পনা করেন ।

এরপর অভিযুক্ত তার মেয়েকে গ্রামের বাইরে একটি বাগানে নিয়ে যান । সেখানেও কিশোরীকে বোঝানোর চেষ্টা করেন তিনি ৷ তবে কিশোরী তার সিদ্ধান্তে অনড় ছিল । এরপরেই প্রহ্লাদ তাঁর মেয়েকে মাফলার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ । তারপর প্রহ্লাদ ছোলা আর চাল কিনেছিলেন । কিছুটা নিজে খেয়ে ফেলেন তিনি । বাকি তাঁর মেয়ের শরীরের কাছে কিছু চাল ছড়িয়ে দেন ৷ যাতে লোকেদের দেখে মনে হয় কিশোরীর বমির জেরে মৃত্যু হয়েছে । হত্যাকাণ্ডে ব্যবহৃত মাফলার উদ্ধার করেছে পুলিশ । ঘটনাটি দ্রুত সত্য উৎঘাটন করার জল্য তদন্তকারী দলকে 25 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে ।

আরও পড়ুন:

  1. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  2. প্রেমের সম্পর্কে আপত্তি, খুনের পর ভাগ্নির দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা মামা-মামির !
  3. মুসলিম যুবকের সঙ্গে প্রেমে আপত্তি, যোগীরাজ্যে বোনকে গুলি করে খুন তরুণের !

ABOUT THE AUTHOR

...view details