কালিয়াবোর (অসম), 17 জুলাই:অসমের বন্যা পরিস্থিতিতে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণও ৷ জলমগ্ন অসমে নিরাপদ আশ্রয়ে খোঁজে তাই বন্যপ্রাণও ৷ সরকারি হিসেব অনুযায়ী কাজিরাঙা অভয়ারণ্যে 212টি বন্যপ্রাণের মৃ্ত্যু হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 10টি গণ্ডার ৷ সবমিলিয়ে বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙা অভয়ারণ্য ৷
দেশের অভয়ারণ্যের মধ্যে অন্যতম কাজিরাঙা, যা একশৃঙ্গ গঙ্গারের জন্য বিখ্যাত ৷ বন্যার কড়াল গ্রাসে সেটিও ৷ ইতিমধ্যেই অভয়ারণ্যের একটি চাঞ্চল্যকর ভিডিয়ো নজর কেড়েছে সোশাল মিডিয়ায় ৷ যেটি ক্যামেরাবন্দি করেছেন জনৈক চিত্রশিল্পী কমল হাজারিকা ৷ দেখা গিয়েছে হাতিমুড়া এলাকার কাছে জলমগ্ন একটি ধানক্ষেতে ঘুরছে হাতির পাল ৷ যা দেখে প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে হাতির পাল ঘুরে বেড়াচ্ছে ৷ সেই দলের রয়েছে হস্তি শাবক থেকে শুরু করে, প্রাপ্তবয়স্ক হাতিও ৷