পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেনা অভিযানের চতুর্থ দিন; জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি দমনে শুরু এনকাউন্টার - Doda Encounter - DODA ENCOUNTER

Encounter in Doda: চলতি সপ্তাহে ডোডার দেসা জঙ্গলে জঙ্গিদের হাতে 4 সেনা জওয়ান নিহত হওয়ার পর গত চার দিনে এই নিয়ে তৃতীয়বার ডোডার জঙ্গলে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে ৷ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টো নাগাদ এনকাউন্টার শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে ৷

ENCOUNTER IN JAMMU AND KASHMIR
প্রতীকী ছবি (ছবি: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 7:18 AM IST

জম্মু, 18 জুলাই: বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের ডোডার কাস্তিগড় এলাকায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেনা সূত্রে খবর, তল্লাশি অভিযানের চতুর্থ দিনে বৃহস্পতিবার ভোর রাতে ডোডা জেলার দেসা জঙ্গলে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে ফের গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছেন সেনা কর্তারা ।

চলতি সপ্তাহে ডোডার দেসা জঙ্গলে জঙ্গিদের হাতে 4 সেনা জওয়ান নিহত হওয়ার পর গত চার দিনে এই নিয়ে তৃতীয়বার ডোডার জঙ্গলে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে ৷ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টো নাগাদ এনকাউন্টার শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী বাহিনী ও জঙ্গিদের মধ্যে আনুমানিক 5 মিনিট ধরে সংক্ষিপ্ত গুলির লড়াই চলে ৷ তবে এখনও পর্যন্ত এই এনকাউন্টারে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে সেনা সূত্রে ৷

জম্মু কাশ্মীরের দেসা ডোডায় ভারতীয় সেনাবাহিনী, পুলিশের একটি বিশেষ দল এবং আধাসামরিক বাহিনীর যৌথ দল একত্রে ওই এলাকায় জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে ৷ আজ নিয়ে টানা চতুর্থ দিনে সশস্ত্র জঙ্গিদের নিষ্ক্রিয় করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে ডোডার জঙ্গলে ঘেরা এলাকায় ৷ সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এ দিন রাত 2টো নাগাদ নিরাপত্তারক্ষী বাহিনীকে দেখতে পেয়ে গুলি করতে শুরু করে ওই এলাকায় গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও ৷ সেনাবাহিনী, পুলিশের একটি বিশেষ দল এবং আধাসামরিক বাহিনীর যৌথ দল গোটা এলাকা ঘিরে রেখে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ডোডা জেলার ডেসা অরণ্য এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলাকালীন চার ভারতীয় সেনাজওয়ান শহিদ হন, এর মধ্যে দার্জিলিংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপাও রয়েছেন । এছাড়াও, এই এনকাউন্টারে আরও 5 সেনা জওয়ান গুরুতর জখম হন ৷ জখম সেনা জওয়ানদের সেনা হাসপাতালে পাঠানো হয় ৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details