গঙ্গারামপুর, 5 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি নাগরিক। পাল্টা পাচারকারীদের হামলায় আহত হয়েছেন এক বিএসএফ কর্মীও।
বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুরে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই বাংলাদেশের বাসিন্দার নাম মহম্মদ আলাউদ্দিন (32)। আহত বিএসএফ জাওয়ানের নাম ওরফেজ কুমার (27)। তাঁর বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত জওয়ান মল্লিকপুর বিওপিতে কর্মরত।
সূত্রের খবর, এদিন ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারী ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। সেইসময় কর্তব্যরত বিএসএফ জওয়ান তাদের বাধা দিতে গেলে পাল্টা দুষ্কৃতীরা হামলা করে বিএসএফ জওয়ানের উপর। অভিযোগ, বিএসএফ জাওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে তারা। এরপরেই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ।
ঘটনায় মহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার করতে এসে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছে এক বাংলাদেশের নাগরিক। পাচারকারীদের হামলায় আহত হয়েছেন বিএসএফ কর্মীও। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে ।