পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি, শহিদ এক জওয়ান - Encounter in Kupwara

Encounter in Kupwara: উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ নিহত এক জঙ্গি ৷ শহিদ এক জওয়ান ৷ আরও বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন ৷ গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে ।

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 2:02 PM IST

Representative Image
প্রতীকী ছবি (ফাইল ছবি)

শ্রীনগর, 28 জুলাই: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় শনিবার সকালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছে ৷ সেই লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত একজন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন ৷ গত তিনদিনের মধ্যে কুপওয়ারা জেলায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা-জঙ্গি গুলির লড়াই হল ।

নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের সময় ত্রেহগাম এলাকার মাচিল সেক্টরের কুমকাদি পোস্টে গুলির লড়াই শুরু হয় । এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল সন্দেহভাজনদের অনুসন্ধানে অভিযান শুরু করে ।

একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী কুমকাদি পোস্টের কাছে জঙ্গিদের গতিবিধি সনাক্ত করে । যখন নিরাপত্তা বাহিনী জঙ্গিদের চ্যালেঞ্জ করে, তখন তারা গুলি চালায় ৷ পালটা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে ৷ তখনই গুলির লড়াই শুরু হয় ৷

ওই অফিসার আরও জানিয়েছেন যে এখনও পর্যন্ত একজন জঙ্গি নিহত হয়েছে ৷ কমপক্ষে তিনজন সেনা জওয়ান আহত হয়েছেন । সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে ৷ আহত জওয়ানদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

গত বুধবার কুপওয়ারায় রাতভর সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ৷ সেই সংঘর্ষে এক জঙ্গি নিহত হয় । ভারতীয় সেনাবাহিনীর একজন নন-কমিশন্ড অফিসার বা এনসিও শহিদ হন সেই লড়াইয়ে ৷ জম্মুর সীমান্ত এলাকায় জঙ্গি হামলা ও গুলির লড়াইয়ের ঘটনা বেড়েই চলেছে ৷ এর মধ্যে উত্তর কাশ্মীরে জোড়া গুলির লড়াইয়ের ঘটনা ঘটে গেল ৷ 15 জুলাই শুরু হওয়া এরকমই একটি গুলির লড়াইয়ে জম্মুর ডোডায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন-সহ চার জওয়ান শহিদ হয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details