নয়াদিল্লি, 20 এপ্রিল:এপ্রিলে ভারতে আসছেন না টেসলার সিইও ইলন মাস্ক ৷ পিছিয়ে গেল তাঁর সাম্প্রতিক ভারত সফর ৷ এমনটা শনিবার জানিয়েছেন মাস্ক ৷ কোম্পানির বাধ্যবাধকতার কারণে তাঁর এই সফর পিছিয়ে গিয়েছে ৷ এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ টেসলার ত্রৈমাসিক ফলাফল বেরতে চলেছে ৷ এর মধ্যে ভারত সফর করতে চান না তিনি ৷ সম্ভবত এই বছরের শেষের দিকে তাঁর বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে ভারতে আসতে পারেন ইলন মাস্ক । তিনি এক্স পোস্টে এ দিন বলেছেন, "দুর্ভাগ্যবশত টেসলার বাধ্যবাধকতার কারণে ভারত সফরটি পিছিয়ে দিতে হচ্ছে ৷ তবে আমি এই বছরেই ভারতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"
ইলন মাস্কের এপ্রিলের চতুর্থ সপ্তাহে ভারতে সফর করার কথা ছিল ৷ এই মাসের শুরুর দিকে ভারত সফরে আসার বিষয়ে নিশ্চিত করেছিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও মাস্ক উল্লেখ করেছিলেন সোশাল মিডিয়া পোস্টে ৷ স্পেসএক্সের সিইও'র এই সফরের সময় ভারতীয় মহাকাশ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা ছিল ।
21 ও 22 এপ্রিল দুই দিনের সফরে ভারতে এসে তাঁর কোম্পানি স্পেসএক্সের প্রকল্প স্টারলিঙ্ক নিয়ে বড় ঘোষণা করবেন মাস্ক বলে আশা করা হয়েছিল ৷ যাতে হাজার হাজার পৃথিবী কক্ষপথের নিম্নে থাকা উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল ব্যবহার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা যায় । সম্প্রতি টেসলা কোম্পানি বিশ্বব্যাপী 10 শতাংশ বা প্রায় 14 হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে ৷ এরপরে কোম্পানির সর্বশেষ ত্রৈমাসিক (Q1) ফলাফল সম্পর্কে বিশ্লেষকদের সঙ্গে মাস্ক একটি বৈঠক ডেকেছেন ৷ সেই নিয়ে তিনি এখন ব্যস্ত ৷