ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার পরামর্শ, শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের - CONG ON MANIPUR

মণিপুরের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদিকে সে রাজ্যের সফরে যাওয়ার পরামর্শ দিল কংগ্রেস ৷ একই সঙ্গে অমিত শাহের পদত্যাগও দাবি করা হয়েছে ৷

VIOLENCE IN MANIPUR
প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার পরামর্শ কংগ্রেসের (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : Nov 18, 2024, 5:36 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর: মণিপুরে হিংসার ঘটনার মধ্যেই সোমবার সংসদে শীতকালিন অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবশ্যই অশান্ত রাজ্যে যেতে হবে বলে দাবি জানিয়েছে কংগ্রেস ৷ রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করা হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীকে প্রথমে মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে হবে ৷ তারপরে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনের আগে জাতীয় স্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকতে হবে।" মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘচন্দ্র সিং এবং রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গিরীশ চোদনকারের সঙ্গে এআইসিসি সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রমেশ ৷ সেকানেই তিনি দাবি করেন, অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

জয়রাম রমেশ বলেন, "3 মে, 2023 থেকে, মণিপুর জ্বলছে ৷ প্রধানমন্ত্রী মোদি বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, ধর্মোপদেশ দিচ্ছেন ৷ কিন্তু, মণিপুরে যাওয়ার সময় পাননি। তাই আমাদের প্রথম দাবি হল, প্রধানমন্ত্রীকে সংসদের অধিবেশনের আগে সময় বের করে মণিপুরে যেতে হবে ৷ সেখানে রাজনৈতিক দল, রাজনীতিবিদ, সুশীল সমাজ গোষ্ঠী এবং ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে দেখা করতে হবে।"

তিনি এও জানান, কংগ্রেস দাবি করছে, প্রধানমন্ত্রীর মণিপুরের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করা উচিত ৷ এরপরে জাতীয় স্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। জয়রাম রমেশ বলেন, "31 জুলাই, 2024 থেকে, কোনও পূর্ণ-সময়ের রাজ্যপাল নেই। এর আগে একজন ST ব্যক্তি রাজ্যপাল ছিলেন ৷ কিন্তু, 18 মাসের মধ্যে তাঁকে অপসারণ করা হয়েছিল। আমরা দাবি করছি, অবিলম্বে একজন পূর্ণ-সময়ের রাজ্যপাল নিয়োগ করা হোক ৷" একই সঙ্গে তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রীর মধ্যে একটি অদ্ভুত 'যুগলবন্দি' আছে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর ব্যর্থতার কথা আমল দিলেন না ? কেন তিনি তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন ?"

পাশাপাশি রমেশ বলেন, "মণিপুরের যন্ত্রণা, দেশের যন্ত্রণা। 300 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং 60 হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা ৷" (পিটিআই)

নয়াদিল্লি, 18 নভেম্বর: মণিপুরে হিংসার ঘটনার মধ্যেই সোমবার সংসদে শীতকালিন অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবশ্যই অশান্ত রাজ্যে যেতে হবে বলে দাবি জানিয়েছে কংগ্রেস ৷ রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করা হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীকে প্রথমে মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে হবে ৷ তারপরে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনের আগে জাতীয় স্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকতে হবে।" মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘচন্দ্র সিং এবং রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গিরীশ চোদনকারের সঙ্গে এআইসিসি সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রমেশ ৷ সেকানেই তিনি দাবি করেন, অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

জয়রাম রমেশ বলেন, "3 মে, 2023 থেকে, মণিপুর জ্বলছে ৷ প্রধানমন্ত্রী মোদি বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, ধর্মোপদেশ দিচ্ছেন ৷ কিন্তু, মণিপুরে যাওয়ার সময় পাননি। তাই আমাদের প্রথম দাবি হল, প্রধানমন্ত্রীকে সংসদের অধিবেশনের আগে সময় বের করে মণিপুরে যেতে হবে ৷ সেখানে রাজনৈতিক দল, রাজনীতিবিদ, সুশীল সমাজ গোষ্ঠী এবং ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে দেখা করতে হবে।"

তিনি এও জানান, কংগ্রেস দাবি করছে, প্রধানমন্ত্রীর মণিপুরের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করা উচিত ৷ এরপরে জাতীয় স্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। জয়রাম রমেশ বলেন, "31 জুলাই, 2024 থেকে, কোনও পূর্ণ-সময়ের রাজ্যপাল নেই। এর আগে একজন ST ব্যক্তি রাজ্যপাল ছিলেন ৷ কিন্তু, 18 মাসের মধ্যে তাঁকে অপসারণ করা হয়েছিল। আমরা দাবি করছি, অবিলম্বে একজন পূর্ণ-সময়ের রাজ্যপাল নিয়োগ করা হোক ৷" একই সঙ্গে তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রীর মধ্যে একটি অদ্ভুত 'যুগলবন্দি' আছে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর ব্যর্থতার কথা আমল দিলেন না ? কেন তিনি তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন ?"

পাশাপাশি রমেশ বলেন, "মণিপুরের যন্ত্রণা, দেশের যন্ত্রণা। 300 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং 60 হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা ৷" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.