পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনের ইডি অভিযান, ওয়াশিং মেশিন থেকে উদ্ধার 2 কোটিরও বেশি - Lok Sabha Elecion 2024

Lok Sabha Elecion 2024: লোকসভা ভোটের আগে দেশজুড়ে তল্লাশি অভিযান করছে ইডি ৷ এই অভিযানেই উদ্ধার হল 2 কোটি 54 লক্ষ টাকা ৷

ETV Bharat
ওয়াশিং মেশিন থেকে উদ্ধার কয়েক কোটি

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 11:34 AM IST

কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনের আগে কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক জায়গায় গোপন অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বিদেশি মুদ্রা কাণ্ডেই এই তল্লাশি বলে জানা গিয়েছে ৷ ইডি-র গোয়েন্দারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক শহরে তল্লাশি অভিযান চালিয়ে মোট 2.58 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিপুল পরিমাণ অর্থ একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকে পাওয়া গিয়েছে ৷

লোকসভা নির্বাচনের আগে কোথায় কোথায় কালো টাকা ঢুকছে, তার উপর বিশেষভাবে নজর রাখছে ইডি ৷ বিবৃতির মাধ্যমে ইডি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কলকাতা, হায়দরাবাদ, দিল্লি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ সেখান থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ৷ লোকসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিকভাবে শোরগোল পড়ে গিয়েছে ৷

নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যে যেখানে যেখানে কালো টাকা ঢুকছে এবং অসাধু কারবারিরা যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের উপর বিশেষভাবে নজর রাখতে হবে কেন্দ্রীয় এবং রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থার নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেই সব সংস্থার কর্ণধারদের সঙ্গেও কথা বলা হবে ৷ প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

সংস্থাটির নাম হল মেসার্স ক্যাপ্রিকোনিয়ান শিপিং এন্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড ৷ ওই সংস্থার ডিরেক্টর হলেন বিজয় কুমার শুক্লা ও সঞ্জয় গোস্বামী ৷ এই সংস্থাটির একাধিক নাম রয়েছে ৷ সংশ্লিষ্ট নামগুলি হল মেসার্স লাক্সমিটান মেরিটাইম, মেসার্স হিন্দুস্থান ইন্টারন্যাশনাল, মেসার্স রাজনন্দিনী মেটালস লিমিটেড, মেসার্স অলওয়েজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মেসার্স অজ্ঞানগর লিমিটেড, মেসার্স বিনায়ক স্টিল লিমিটেড, মেসার্স বশিষ্ঠ কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড ৷

আরও পড়ুন:

  1. এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও
  2. নির্বাচনের আগে কলকাতায় ব্যবসায়ীদের অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা, তল্লাশি ইডি'র
  3. হরিয়ানা খনি দুর্নীতি মামলায় বিদেশি অস্ত্র ও নগদ 5 কোটি টাকা উদ্ধার করল ইডি

ABOUT THE AUTHOR

...view details