ETV Bharat / state

একই বক্ররেখায় বুধ-সহ 7 গ্রহের প্যারেড ! না-দেখলে অপেক্ষা করতে হবে 15 বছর - SEVEN PLANET PARADE

ছ’টি গ্রহের প্যারাডে সামিল হচ্ছে বুধ ৷ সেই রেখায় জায়গা করে নিচ্ছে পৃথিবীর উপগ্রহ চাঁদ ৷ 28 ফেব্রুয়ারি এই বিরলদৃশ্য দেখা যাবে ৷

SEVEN PLANET PARADE
একই বক্ররেখায় বুধ-সহ 7 গ্রহের প্যারেড ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 9:26 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ফের সন্ধের আকাশে গ্রহের প্যারেড। একই বক্ররেখায় দেখা যাবে তাদের ৷ শেষবার ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ এবার দেখা যাবে একসঙ্গে সাতটি গ্রহকে ৷ আগামী 28 ফেব্রুয়ারি বিরলতমদৃশ্য দেখা যাবে আকাশে ৷ নিকোলাস কোপার্নিকাস যার জন্য 20 বছর অপেক্ষা করেছিলেন ৷ সেই বুধ গ্রহ এবার ছ’টি গ্রহের সঙ্গে একই বক্ররেখায় অবস্থান করবে ৷ উল্লেখ্য, 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷

শুধু তাই নয়, পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদকেও এবার দেখা যাবে প্যারেডে অংশ নিতে ৷ যে বক্ররেখায় আগেই শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, নেপচুন এবং ইউরেনাস এসেছিল ৷ এবার সেখানেই জায়গা করছে চাঁদ ৷ শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে অপরূপ সেই দৃশ্য দেখা যাবে ৷

এই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দিচ্ছে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বিআইটিএম)। সেখানকার টেকনিক্যাল অফিসার তরুণকুমার দাস বলেন, "বুধ সূর্যের আলোয় ঢেকে যাওয়ায় দৃশ্যমান হয় না ৷ সেই বুধ'কে দেখার জন্য প্রায় কুড়ি বছর অপেক্ষা করেছিলেন কোপারনিকাস ৷ কিন্তু, তিনি তা দেখে যেতে পারেননি ৷ তিনি আক্ষেপ করেছিলেন ৷ আমরা আবারও সেই সুযোগ পাচ্ছি ৷ যা 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷ এর আগে গত বছর 4 এপ্রিল বুধ-সহ মোট ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷"

বিআইটিএম আধকারিকদের বক্তব্য, "নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে কার্যত একই রেখায় চলে এসেছে কয়েকটি গ্রহ ৷ এর ফলে, চলতি ফেব্রুয়ারি মাসে প্রতি রাতে আকাশের ছয়টি গ্রহের প্যারেড চলছে বলা যেতে পারে ৷ মাসের বেশিরভাগ সময় জুড়ে, বৃহস্পতি এবং শুক্র রাতের আকাশে উজ্জ্বল হবে ৷ মঙ্গল এবং শনি ক্ষীণ বিন্দু হিসাবে দৃশ্যমান হবে ৷ ইউরেনাস এবং নেপচুন শুধুমাত্র শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মোটামুটি দৃশ্যমান হবে ৷ সৌরজগতের 'উপর' থেকে দেখা হলে, গ্রহগুলি সূর্যের একপাশে গুচ্ছ হয়ে থাকবে ৷ পৃথিবী থেকে গ্রহগুলি একটি বক্র রেখায় দেখা যাবে ৷"

এই 'প্ল্যানেটারি প্যারেডে' লালচে মঙ্গল পূর্ব দিকে জ্বলজ্বল করবে ৷ বৃহস্পতি উজ্জ্বল আকারে একটু উঁচুতে অবস্থান করবে ৷ বৃহস্পতি ও ইউরেনাসের সীমানার কাছাকাছি চাঁদ জ্বলজ্বল করবে ৷ পরবর্তী তিনটি গ্রহ পশ্চিম দিকে কাছাকাছি অবস্থান করবে ৷

আর এই মুহূর্তের সাক্ষী থাকতে উদ্যোগী ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) ৷ গ্রহের প্যারেড লাইভ দেখার ব্যবস্থা করা হচ্ছে এখানে ৷ এছাড়াও, জনপ্রিয় বিজ্ঞান-শো, লাইভ ডেমোনস্ট্রেশন: স্পেস-টকুলার সায়েন্স শো, 'ডিস্টার্বিং দ্য ইউনিভার্স' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলছে ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ফের সন্ধের আকাশে গ্রহের প্যারেড। একই বক্ররেখায় দেখা যাবে তাদের ৷ শেষবার ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ এবার দেখা যাবে একসঙ্গে সাতটি গ্রহকে ৷ আগামী 28 ফেব্রুয়ারি বিরলতমদৃশ্য দেখা যাবে আকাশে ৷ নিকোলাস কোপার্নিকাস যার জন্য 20 বছর অপেক্ষা করেছিলেন ৷ সেই বুধ গ্রহ এবার ছ’টি গ্রহের সঙ্গে একই বক্ররেখায় অবস্থান করবে ৷ উল্লেখ্য, 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷

শুধু তাই নয়, পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদকেও এবার দেখা যাবে প্যারেডে অংশ নিতে ৷ যে বক্ররেখায় আগেই শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, নেপচুন এবং ইউরেনাস এসেছিল ৷ এবার সেখানেই জায়গা করছে চাঁদ ৷ শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে অপরূপ সেই দৃশ্য দেখা যাবে ৷

এই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দিচ্ছে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বিআইটিএম)। সেখানকার টেকনিক্যাল অফিসার তরুণকুমার দাস বলেন, "বুধ সূর্যের আলোয় ঢেকে যাওয়ায় দৃশ্যমান হয় না ৷ সেই বুধ'কে দেখার জন্য প্রায় কুড়ি বছর অপেক্ষা করেছিলেন কোপারনিকাস ৷ কিন্তু, তিনি তা দেখে যেতে পারেননি ৷ তিনি আক্ষেপ করেছিলেন ৷ আমরা আবারও সেই সুযোগ পাচ্ছি ৷ যা 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷ এর আগে গত বছর 4 এপ্রিল বুধ-সহ মোট ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷"

বিআইটিএম আধকারিকদের বক্তব্য, "নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে কার্যত একই রেখায় চলে এসেছে কয়েকটি গ্রহ ৷ এর ফলে, চলতি ফেব্রুয়ারি মাসে প্রতি রাতে আকাশের ছয়টি গ্রহের প্যারেড চলছে বলা যেতে পারে ৷ মাসের বেশিরভাগ সময় জুড়ে, বৃহস্পতি এবং শুক্র রাতের আকাশে উজ্জ্বল হবে ৷ মঙ্গল এবং শনি ক্ষীণ বিন্দু হিসাবে দৃশ্যমান হবে ৷ ইউরেনাস এবং নেপচুন শুধুমাত্র শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মোটামুটি দৃশ্যমান হবে ৷ সৌরজগতের 'উপর' থেকে দেখা হলে, গ্রহগুলি সূর্যের একপাশে গুচ্ছ হয়ে থাকবে ৷ পৃথিবী থেকে গ্রহগুলি একটি বক্র রেখায় দেখা যাবে ৷"

এই 'প্ল্যানেটারি প্যারেডে' লালচে মঙ্গল পূর্ব দিকে জ্বলজ্বল করবে ৷ বৃহস্পতি উজ্জ্বল আকারে একটু উঁচুতে অবস্থান করবে ৷ বৃহস্পতি ও ইউরেনাসের সীমানার কাছাকাছি চাঁদ জ্বলজ্বল করবে ৷ পরবর্তী তিনটি গ্রহ পশ্চিম দিকে কাছাকাছি অবস্থান করবে ৷

আর এই মুহূর্তের সাক্ষী থাকতে উদ্যোগী ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) ৷ গ্রহের প্যারেড লাইভ দেখার ব্যবস্থা করা হচ্ছে এখানে ৷ এছাড়াও, জনপ্রিয় বিজ্ঞান-শো, লাইভ ডেমোনস্ট্রেশন: স্পেস-টকুলার সায়েন্স শো, 'ডিস্টার্বিং দ্য ইউনিভার্স' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.