পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হাইকোর্ট গুগল-মাইক্রোসফ্টকে অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানো নিয়ে রায়ের পর্যালোচনার আবেদন করতে বলেছে - Delhi High Court - DELHI HIGH COURT

Delhi High Court: 2023 সালের 26 এপ্রিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ গুগল ও মাইক্রোসফ্টকে অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ দিয়েছে ৷ একই আদালতের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ পর্যালোচনার জন্য সিঙ্গল বেঞ্চে আবার আবেদন করতে বলেছে সংশ্লিষ্ট দুই সংস্থাকে ৷ কারণ, ওই দুই সংস্থা ডিভিশন বেঞ্চে আবেদন করে জানিয়েছিল যে প্রযুক্তির অভাবে তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানতে সক্ষম হচ্ছে না ৷

Delhi High Court
দিল্লি হাইকোর্ট (নিজস্ব চিত্র)

By PTI

Published : May 9, 2024, 8:03 PM IST

নয়াদিল্লি, 9 মে: সম্মতি না নিয়ে অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া নিয়ে যে রায় 2023 সালের এপ্রিলে দিয়েছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, সেই রায় পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করার জন্য নির্দেশ দিল ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ এই আবেদন করতে হবে মাইক্রোসফট (বিং সার্চ ইঞ্জিনের মালিক) ও গুগলকে ৷ কারণ, তারাই সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ৷

দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এক মহিলা মামলা দায়ের করেছিলেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে কিছু সাইটে তাঁর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ আদালতের কাছে সেই সাইটগুলি বন্ধ করে দেওয়ার আবেদন করেছিলেন ওই মহিলা ৷ সেই মামলার রায় 2023 সালের 26 এপ্রিল দেয় দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেখানে সার্চ ইঞ্জিনগুলিকে ওই ছবি সরিয়ে দিতে বলা হয়েছিল ৷

কিন্তু ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিন তৈরি করা সংস্থা ৷ তাদের বক্তব্য, এখন তাদের কাছে যে প্রযুক্তি আছে, তাতে শিশুদের উপর যৌন হেনস্তার ছবি সহজেই চিহ্নিত করা যায় ৷ আর তা সরিয়েও দেওয়া হয় ৷ কিন্তু এই ধরনের অন্তরঙ্গ ছবি সনাক্ত করার জন্য তাদের কাছে প্রয়োজনীয় প্রযুক্তি নেই ৷ তাই তারা আদালতের নির্দেশ পালন করতে সক্ষম হচ্ছেন না ৷

তাই তারা ওই রায় পর্যালোচনা করার আবেদন করেন ৷ তাদের বিরুদ্ধে যাতে কোনও কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, সেই আবেদন করা হয় ৷ পাশাপাশি জানানো হয় যে তারা প্রয়োজনীয় প্রযুক্তি তৈরির কাজ করছে ৷ তাদের আবেদন খতিয়ে দেখে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ জানায় যে সংশ্লিষ্ট সংস্থাদের ওই সিঙ্গল বেঞ্চেই আবেদন করতে হবে ৷ তাঁদের সমস্যার কথা জানিয়েছে আবেদন করতে হবে রায় পর্যালোচনার ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. শুধু গুড টাচ-ব্যাড টাচ শেখানোই যথেষ্ট নয়, ছোটদের শেখান ভার্চুয়াল টাচ: দিল্লি হাইকোর্ট
  2. অপ্রাপ্তবয়স্কের সত্যিকারের ভালোবাসায় পুলিশ বাধা দিতে পারে না: দিল্লি হাইকোর্ট
  3. Delhi High Court: নাবালিকাকে সাধারণ স্পর্শ পেনিট্রেটিভ বা অনুপ্রবেশমূলক যৌন নির্যাতন নয়, রায় দিল্লি হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details