পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরকাশীর আটকে পড়া শ্রমিকদের 'ভগবান' উকিল হাসানের বাড়ি বুলডোজার গুঁড়িয়ে দিল ডিডিএ - উকিল হাসান

Rat Miner Vakil Hasan: বদ্ধ সুড়ঙ্গে টানা 17 দিন আটকে ছিলেন শ্রমিকরা। গত বছর 12 নভেম্বর সুড়ঙ্গে ধস নেমে তাঁরা আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করেছিলেন উকিল হাসান ৷ তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৷ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) গতকাল তাঁর বাড়ি ভেঙে দিয়েছে ৷ কারণ কী?

উত্তরকাশীর আটকে পড়া শ্রমিকদের 'ভগবান' উকিল হাসান
Rat Miner Vakil Hasan

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 8:28 AM IST

উকিল হাসানের বাড়ি বুলডোজার গুঁড়িয়ে দিল ডিডিএ

নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি:উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ধস নেমে 60 মিটার ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন শ্রমিকেরা। যন্ত্রের মাধ্যমে সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু বাধা আসছিল বার বার। আটকে পড়া 41 জন শ্রমিকদের উদ্ধার করতে বড় বড় ইঞ্জিনিয়ার ও অত্যাধুনিক মেশিন যখন হাল ছেড়ে দিয়েছিল তখন উকিল হাসানের দল দায়িত্ব নেয় ৷ র‌্যাট-হোল মাইনিং পদ্ধতিতে অর্থাৎ খনি থেকে যেমন আকরিক উত্তোলন হয় সেইভাবেই তাঁদের উদ্ধার করা হয়েছিল ৷ আইনজীবী হাসানই ছিলেন তার নেপথ্যে ৷ বুধবার তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৷ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) গতকাল তাঁর বাড়ি ভেঙে দিয়েছে ৷

আটকে পড়া শ্রমিকদের র‌্যাট-হোল মাইনিং পদ্ধতি অবলম্বন করে মাত্র 26 ঘণ্টার মধ্যে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের জন্য নিরাপদ উপায় তৈরি করেছিলেন হাসান। তবে তাঁর সঙ্গে কেন এমনটা করা হল তা নিয়ে উকিল হাসানের অভিযোগ, ডিডিএ কোনও নোটিশ না-দিয়েই এই ব্যবস্থা নিয়েছে। এছাড়া এসময় ঘরে রাখা সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে ৷ হাসান বলেন, "টানেলে আটকে পড়া শ্রমিকদের বের করার সময় তিনি প্রশংসিত হন। তিনি সরকারের কাছে তাঁর পরিবারের জন্য একটি বাড়ি চেয়েছিলেন, কিন্তু পাননি। আর আমার এই বাড়িটাও এখন ভেঙে দেওয়া হল ৷"

উকিল হাসানের কথায়, "তাঁর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। এখন তিনি গৃহহীন এবং তাঁর পরিবারকে নিয়ে কোথায় যাবেন তা কিছুই জানেন না। একইসঙ্গে এই বিষয়ে ডিডিএ-র আধিকারিকরা বলেন, "যে জমিতে হাসানের বাড়ি রয়েছে তা উন্নয়ন জমির অংশ ৷ সেখানে অনেকগুলি অবৈধ নির্মাণ ছিল আর সবকটির উপর ব্যবস্থা নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, দিল্লির রকওয়েল সংস্থার তরফে এই ব়্যাট হোল মাইনিং কর্মীদের সিল্কিয়ারার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। 24 জনের একটি দল কাজ করে সেখানে। ভারতীয় সেনার তত্ত্বাবধানে খোদাই শুরু করে এই টিম ৷ ব়্যাট হোল মাইনিং টিমের নেতৃত্বে ছিলেন উকিল হাসান। দেড় ঘণ্টার মধ্যে 41 জন শ্রমিককে বের করে আনা হয় এক এক করে। টানেলে আটকে পড়া এই শ্রমিকদের বাঁচাতে এই ব়্যাট হোল মাইনিং কর্মীরা হাত দিয়েই খোদাই করে ফেলেন 12 মিটার গর্ত। 26 ঘণ্টার মধ্যে গোটা উদ্ধার প্রক্রিয়া গতি পেয়ে যায় এই কর্মীদের জন্যই ৷

আরও পড়ুন:

  1. 'আপনি আমাদের কাছে ঈশ্বর', তাঁকে জড়িয়ে উদ্ধার হওয়া শ্রমিকের অভিব্যক্তির কথা জানালেন ব়্যাট-হোল মাইনিং কর্মী
  2. টানেল থেকে শ্রমিক উদ্ধার সফল, এবার প্রশ্ন সুড়ঙ্গে আটকে থাকা যন্ত্র ঘিরে!
  3. ইঁদুরের গর্তেই মুক্তির আলো ! প্রযুক্তির দাপট নয়, শ্রমিক উদ্ধারে প্রাচীন পদ্ধতিই যেন 'জাদুকাঠি'

ABOUT THE AUTHOR

...view details