নয়াদিল্লি, 9 জুন: রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিরোধী শিবিরের একটি সূত্রের দাবি অনুযায়ী, কংগ্রেস সভাপতি দলের বাকি নেতৃত্ব এবং 'ইন্ডিয়া' জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকাল রাতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানান বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ৷ তবে, রবিবার রাজ্যসভায় বিরোধী দলের উপনেতা প্রমোদ তিওয়ারি জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি ৷
তিনি বলেছিলেন, "আমি রাজ্যসভায় বিরোধী দলের উপনেতা ৷ আমি প্রধানমন্ত্রী মনোনীত নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনও আমন্ত্রণ পাইনি বা 'ইন্ডিয়া' জোটের শরিকরাও পায়নি ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানকে আন্তর্জাতিকমানের করতে, নরেন্দ্র মোদি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাতে বেশি আগ্রহী ৷" এদিকে, 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না ৷ সঙ্গে এও যোগ করেছেন, তাঁকেও আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির তরফে ৷