কলকাতা, 26 নভেম্বর: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ । শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দফতর । নিম্নচাপের অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকেই রয়েছে । তবে এর প্রভাবে সপ্তাহের শেষে বাংলার উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷
বঙ্গে নিম্নচাপের প্রভাব
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুরের দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তিনি বলেন, "বঙ্গোপসাগরের উপর একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ৷ তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ সেকারণে আগামী 29 নভেম্বর ও 30 নভেম্বর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলাগুলি শুষ্কই থাকবে ৷"
আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান সোমনাথ দত্ত ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদায় কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে বলে জানান হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷
বঙ্গে শীতের আগমন কবে ?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়, ডিসেম্বরের আগে বঙ্গে শীতের তেমন প্রভাব পড়বে না ৷ মঙ্গলবার সেই একই কথা জানান হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷ তিনি বলেন, "রাজ্যজুড়ে ঠান্ডার হালকা আমেজ থাকলেও, নভেম্বরে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই ৷ আগামী কয়েকদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ তাপমাত্রায় এক-দুই ডিগ্রির হেরফের হতে পারে ৷"
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব কমতে থাকবে ৷ আকাশ পরিষ্কার থাকবে ৷ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ ।