পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জনসংখ্যায় জোর চন্দ্রবাবুর! স্থানীয় নির্বাচনে লড়তে চাই কমপক্ষে দু'টি সন্তান - ANDHRA CM CHANDRABABU NEW POLICY

জনসংখ্যা বৃদ্ধিই লক্ষ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ৷ কমপক্ষে দু'টি সন্তান থাকলে তবেই কোনও ব্যক্তি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানান টিডিপি প্রধান ৷

Andhra CM Chandrababu Naidu
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 10:48 PM IST

অমরাবতী, 17 জানুয়ারি: স্থানীয় নির্বাচনগুলিতে প্রার্থী হতে গেলে কমপক্ষে দু'টি সন্তান থাকতেই হবে ৷ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধিতে নয়া নীতি প্রণয়ন করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন, আইন করে এই ব্যবস্থা কার্যকর করবেন রাজ্যে ৷

জনসংখ্যার বিচারে উত্তর ভারতের তুলনায় পিছিয়ে দক্ষিণ ভারত ৷ এর সঙ্গে আবার গভীর যোগ রয়েছে লোকসভায় আসন সংখ্য়ার তথা জনপ্রতিনিধি সংখ্যার ৷ তাই আগেও দক্ষিণের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির আভাস দিয়েছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷

এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে চন্দ্রবাবু নাইডু জানান, জনসংখ্যার স্রোত ঠিক রাখতেই নয়া এই আইন প্রণয়নের ভাবনা ৷ তিনি বলেন, "একসময় জনসংখ্যাকে বোঝার মতোই মনে হত ৷ এখন এটা সম্পদ ৷ অতীতে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অর্থ সাহায্য করতাম ৷ এখন আমরা আইন প্রণয়ন করছি, যাতে কমপক্ষে দু'জন সন্তান থাকলে তবেই নির্বাচনে লড়া যায় ৷ এখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে ৷"

দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী জোর দিয়ে জানান, বিভিন্ন প্রকল্প এবং নীতি কার্যকর করার জন্য পরিবারে সদস্যের সংখ্যা বিষয়ে কিছু মানদণ্ড মেনে চলতে হবে ৷ নাইডু বলেন, "2026 সালে রাজ্যের জনসংখ্যা হতে পারে 5.38 কোটি ৷ 2031 সালে তা হবে 5.42 কোটি এবং 2036 সালে তা পৌঁছবে 5.44 কোটিতে ৷ কিন্তু 2041 সালে এই জনসংখ্যাই কমে হবে 5.42 কোটি ৷ তারপর 2051 সালে তা আরও হ্রাস পেয়ে 5.41 কোটি হবে ৷"

জনসংখ্যা বৃদ্ধিকে দীর্ঘস্থায়ীকে করতে তিনি প্রতি দম্পতির 2.1 জন সন্তান হওয়ার উপর জোর দিয়েছেন ৷ বেশি সংখ্যায় সন্তান থাকলে সেই পরিবারকে সাহায্য করবেও সরকার ৷ এরই সঙ্গে কমপক্ষে দুটি সন্তান থাকলে স্থানীয় প্রশাসনে অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করবে এই আইন, জোর দিয়ে জানান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ৷

ABOUT THE AUTHOR

...view details