ETV Bharat / bharat

ভারত পেল বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকারকে, জানেন তার বয়স কত? - YOUNGEST CERTIFIED ETHICAL HACKER

20 মিনিটের মধ্যে ইসি কাউন্সিলের পরীক্ষা শেষ করেছে সে ৷ তারমধ্যেই 20টি প্রশ্নের উত্তর দিয়ে অসাধারণ দক্ষতার প্রমাণ দিল শুভঙ্ক সিংহাই।

YOUNGEST CERTIFIED ETHICAL HACKER
বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকার শুভঙ্ক সিংহাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 5:20 PM IST

ভোপাল, 17 জানুয়ারি: বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকারের বয়স 15 বছর 9 মাস এবং 9 দিন ৷ নাম শুভঙ্ক সিংহাই ৷ ভোপালের এই কিশোরের নাম উঠেছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 4 ঘণ্টার ইসি কাউন্সিলের পরীক্ষা শেষ করেছে মাত্র 20 মিনিটে ৷ তাতেই আমেদাবাদের পার্থ গুপ্তের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেল শুভঙ্ক ৷ প্রায় 10 বছর আগে রেকর্ড গড়েছিল পার্থ ৷

করোনাকালে লকডাউনের সময় শুভঙ্কের হ্যাকিং জগতে হাতেখড়ি ৷ হ্যাকিং ধারণার সঙ্গে পরিচিত হতে শুভঙ্ক গবেষণা শুরু করে। শীঘ্রই হ্যাকিংকে হাতের মুঠোয় বন্দি করে ফেলে বছর বছর দশের শুভঙ্ক ৷ ইটিভি ভারতকে শুভঙ্ক বলে, "আমার তখন ক্লাস 6 ৷ সেইসয়ম লকডাউন শুরু হয়েছিল। অনলাইন ক্লাস শুরু হয়। আমার বাবা-মা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন। এই সময়েই আমি হ্যাকিং সম্পর্কে আগ্রহী হই ৷ এথিক্যাল হ্যাকিংকে আয়ত্বে আনার অভ্যাস শুরু করি।"

শুভঙ্কের মতো এথিক্যাল হ্যাকারদের প্রায়ই সফ্টওয়্যার কোম্পানিগুলি তাদের সিস্টেম পরীক্ষা করতে এবং নিরাপত্তা উন্নত করার জন্য নিয়োগ করে ৷ সাইবার অপরাধীদের ছক ভেস্তে দেয় এই এথিক্যাল হ্যাকাররা। শুভঙ্ক ইতিমধ্যেই গুগল, স্পটিফাই এবং কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া (সিএসআই)-এর মতো বড় বড় কোম্পানিকে কয়েকটি ব্যাপারে সাহায্য করেছে ৷ বেশকিছু কোম্পানি তাদের সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করার জন্য এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করে ৷ বিনিময়ে পুরষ্কারও দেয়, এমনটাই জানায় শুভঙ্ক ৷

শুভঙ্কের সুখ্যাতি-

ভোপালের সেন্ট জোসেফ স্কুলের দশম শ্রেণির ছাত্র শুভঙ্ক। পড়াশুনোয় মেধাবী ৷ পড়াশওনার পাশাপাশি এথিক্যাল হ্যাকিংয়ে দক্ষতা অর্জন করে চলেছে। আমেদাবাদের ডেমিস্টো টেকনোলজি থেকে CIOC (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি এক্সপার্ট) সার্টিফিকেট, সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট এবং OACP (অফিসার সিকিউরিটি সার্টিফাইড অপারেশনস প্রফেশনাল এথিক্যাল হ্যাকিং)-এ সার্টিফিকেট পেয়েছে ৷ পাশাপাশি, শুভঙ্ক ইতিমধ্যেই CIACH (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকার) সেরা এবং EC কাউন্সিল অফ মেক্সিকো থেকে CEH সার্টিফিকেশন-সহ বেশ কিছু প্রশংসা অর্জন করেছে। ভারতের আইবিআর অ্যাচিভার বুক রেকর্ডসেও তার নাম রয়েছে।

ভোপাল, 17 জানুয়ারি: বিশ্বের সর্বকনিষ্ঠ এথিক্যাল হ্যাকারের বয়স 15 বছর 9 মাস এবং 9 দিন ৷ নাম শুভঙ্ক সিংহাই ৷ ভোপালের এই কিশোরের নাম উঠেছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 4 ঘণ্টার ইসি কাউন্সিলের পরীক্ষা শেষ করেছে মাত্র 20 মিনিটে ৷ তাতেই আমেদাবাদের পার্থ গুপ্তের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেল শুভঙ্ক ৷ প্রায় 10 বছর আগে রেকর্ড গড়েছিল পার্থ ৷

করোনাকালে লকডাউনের সময় শুভঙ্কের হ্যাকিং জগতে হাতেখড়ি ৷ হ্যাকিং ধারণার সঙ্গে পরিচিত হতে শুভঙ্ক গবেষণা শুরু করে। শীঘ্রই হ্যাকিংকে হাতের মুঠোয় বন্দি করে ফেলে বছর বছর দশের শুভঙ্ক ৷ ইটিভি ভারতকে শুভঙ্ক বলে, "আমার তখন ক্লাস 6 ৷ সেইসয়ম লকডাউন শুরু হয়েছিল। অনলাইন ক্লাস শুরু হয়। আমার বাবা-মা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন। এই সময়েই আমি হ্যাকিং সম্পর্কে আগ্রহী হই ৷ এথিক্যাল হ্যাকিংকে আয়ত্বে আনার অভ্যাস শুরু করি।"

শুভঙ্কের মতো এথিক্যাল হ্যাকারদের প্রায়ই সফ্টওয়্যার কোম্পানিগুলি তাদের সিস্টেম পরীক্ষা করতে এবং নিরাপত্তা উন্নত করার জন্য নিয়োগ করে ৷ সাইবার অপরাধীদের ছক ভেস্তে দেয় এই এথিক্যাল হ্যাকাররা। শুভঙ্ক ইতিমধ্যেই গুগল, স্পটিফাই এবং কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া (সিএসআই)-এর মতো বড় বড় কোম্পানিকে কয়েকটি ব্যাপারে সাহায্য করেছে ৷ বেশকিছু কোম্পানি তাদের সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করার জন্য এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করে ৷ বিনিময়ে পুরষ্কারও দেয়, এমনটাই জানায় শুভঙ্ক ৷

শুভঙ্কের সুখ্যাতি-

ভোপালের সেন্ট জোসেফ স্কুলের দশম শ্রেণির ছাত্র শুভঙ্ক। পড়াশুনোয় মেধাবী ৷ পড়াশওনার পাশাপাশি এথিক্যাল হ্যাকিংয়ে দক্ষতা অর্জন করে চলেছে। আমেদাবাদের ডেমিস্টো টেকনোলজি থেকে CIOC (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি এক্সপার্ট) সার্টিফিকেট, সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট এবং OACP (অফিসার সিকিউরিটি সার্টিফাইড অপারেশনস প্রফেশনাল এথিক্যাল হ্যাকিং)-এ সার্টিফিকেট পেয়েছে ৷ পাশাপাশি, শুভঙ্ক ইতিমধ্যেই CIACH (সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকার) সেরা এবং EC কাউন্সিল অফ মেক্সিকো থেকে CEH সার্টিফিকেশন-সহ বেশ কিছু প্রশংসা অর্জন করেছে। ভারতের আইবিআর অ্যাচিভার বুক রেকর্ডসেও তার নাম রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.