পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ করতে উচ্চস্তরীয় কমিটি গঠন কেন্দ্রের, নেতৃত্বে প্রাক্তন ইসরো প্রধান - seven member panel on reforms - SEVEN MEMBER PANEL ON REFORMS

Education Ministry Forms Committee: একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে ৷ কোথাও বা পরীক্ষার আগেই তা বাতিল ঘোষণা করছে কেন্দ্র ৷ এই অবস্থা পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি খতিয়ে তা শুধরে নেওয়ার জন্য সাত সদস্যের উচ্চস্তরীয় কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রক ৷

Education Ministry
শিক্ষা মন্ত্রক কমিটি গঠন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 3:33 PM IST

Updated : Jun 22, 2024, 4:44 PM IST

নয়াদিল্লি, 22 জুন: সর্বভারতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁস, বেনিয়ম রুখতে উচ্চস্তরীয় কমিটি গঠন করল শিক্ষামন্ত্রক ৷ ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণান এই 7 সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন ৷ শনিবার মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এই প্যানেল পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি খতিয়ে দেখে, কীকরে সেগুলি দূর করা যায় তা ঠিক করবে ৷ ওই প্যানেলকে দু'মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ৷

এই সাত সদস্যের প্যানেলে রয়েছেন- ইসরোর প্রাক্তন চেয়ারম্যা কে রাধাকৃষ্ণান, দিল্লির এইমস-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এমিরিটাস অধ্যাক রামামূর্তি কে, কর্মযোগী ভারত-এর সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন অধ্যাপক আদিত্য মিত্তাল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল ৷

এবছরের দু'টি সর্বভারতীয় পরীক্ষা মেডিক্যাল প্রবেশিকার পরীক্ষা নিট-ইউজি এবং নেট-ইউজিসি 2024 পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ নেট-ইউজিসি পরীক্ষা একদিন পরেই বাতিল করে দেওয়া হয় ৷ শুক্রবারই পরীক্ষার আগেই বাতিল হয়েছে সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে ছাত্রছাত্রীরা ৷ তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পরপরই সর্বভারতীয় পরীক্ষাগুলি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিরোধীদের চাপের মুখে পড়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ৷

বুধবার, 19 জুন ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে শিক্ষামন্ত্রক ৷ একদিন আগে এই সর্বভারতীয় পরীক্ষাটি হয়েছিল ৷ নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি এই পরীক্ষাটি বাতিল হওয়ায় দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷

এর পরদিন 20 জুন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠক করে জানান, ইউজি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়ে গিয়েছিল ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সাইবার ক্রাইম বিভাগ কেন্দ্রীয় সরকারকে পরীক্ষা সংক্রান্ত কিছু ইনপুট দিয়েছে ৷ তার ভিত্তিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক ৷ এদিনই তিনি স্বীকার করে নেন পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি রয়েছে ৷ আর তা শুধরে নিতে হবে ৷ এর জন্য উচ্চস্তরীয় কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার ৷

Last Updated : Jun 22, 2024, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details