ETV Bharat / bharat

গাছে বসে রোদ পোহাচ্ছে অজগর, দেখুন রোমাঞ্চকর ভিডিয়ো - PYTHON SUNBATHING

কেওলাদেও জাতীয় উদ্যানে অজগরের সংখ্যা বেড়েছে । কোথাও অজগরকে গাছেও রোদ পোহাতে আবার কোথাও রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে ৷

python sunbathing
ভরতপুরে গাছে বসে রোদ পোহাচ্ছে বিশালাকার অজগর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 1:04 PM IST

Updated : Jan 21, 2025, 2:29 PM IST

ভরতপুর(রাজস্থান), 21 জানুয়ারি: শীতের মরশুমে গাছে বসে রোদ পোহাচ্ছে বিশাল আকৃতির অজগর ৷ আবার মাঝে মাঝে রাস্তা পেরতেও দেখা যাচ্ছে তাকে ৷ কখনও আবার জঙ্গল থেকে লোকালয়ে ঘুরে বেরাচ্ছে অজগরগুলি ৷ এখন প্রায়শ্যই এই দৃশ্য দেখা যাচ্ছে রাজস্থানের ভরতপুরে ৷ এই অজগর সাপগুলিকে দেখে রোমাঞ্চিত পর্যটক থেকে সাধারণ মানুষ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের কেওলাদেও জাতীয় উদ্যান আজকাল অজগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । এই জাতীয় উদ্যানটি শত শত অজগরের আবাসস্থলে পরিণত হয়েছে, যা এখানে জীববৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চারের একটি নতুন দিক তুলে ধরছে ।

দেখুন অজগরের রোমাঞ্জকর ভিডিয়ো (ইটিভি ভারত)

গাছের চারপাশে জড়িয়ে থাকা, রাস্তা পারাপারের সময় এই বিশাল সাপগুলিকে দেখতে পাওয়া পর্যটকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা । তবে এই আশ্চর্যজনক দৃশ্যটি শুধু পর্যটকদেরই আকৃষ্ট করেনি, বন্যপ্রাণী প্রেমী ও গবেষকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে । রোমাঞ্চ ও রহস্যে ভরপুর এই বন জীববৈচিত্র্যের এক অনন্য নজির স্থাপন করেছে ।

ইন্ডিয়ান রক পাইথনের সংখ্যা বৃদ্ধি: কেওলাদেও জাতীয় উদ্যানে কাজ করা অবসরপ্রাপ্ত রেঞ্জার ভোলু আবরার খানের দাবি, এখানে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় রক পাইথন পাওয়া যায় । তিনি জানান, বিখ্যাত সাপ বিশেষজ্ঞ এস ভূপতির গবেষণার সময় কেওলাদেও জাতীয় উদ্যানে 150টি অজগরের উপস্থিতি রেকর্ড করা হয়েছিল । ওই সময়ে জাতীয় উদ্যানের 29 বর্গকিলোমিটার এলাকায় এই সমীক্ষা চালানো হয় । এখন মনে করা হচ্ছে, আজগরের সংখ্যা বেড়ে প্রায় একশোর কাছিকাছি পৌঁছেছে । শুধু তাই নয়, বেশি সংখ্যক অজগর দেশের অন্য কোনও অঞ্চলে এত ছোট এলাকার মধ্যে দেখা যায় না বলেই জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত রেঞ্জার ।

python sunbathing
রাস্তা পার হচ্ছে অজগর (ইটিভি ভারত)

অজগরের সংখ্যা বৃদ্ধির কারণ: আবরার খান বলেন, "কেওলাদেও জাতীয় উদ্যানের অনুকূল ভৌগোলিক ও পরিবেশগত অবস্থাই অজগরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ । পার্কের ঘন জঙ্গল, জলের উৎসের প্রাপ্যতা এবং নিরাপদ পরিবেশ তাদের বিকাশের জন্য একটি আদর্শ জায়গা । এছাড়া আশপাশের গ্রামাঞ্চলেও অজগরের উপস্থিতি দেখা যায় । গ্রামাঞ্চলে এই অজগরের ঘন ঘন দেখা মেলা তাদের জন্য অনুকূল পরিস্থিতির প্রমাণ।"

পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা: এই অজগর দেখা পর্যটকদের জন্য রোমাঞ্চের চেয়ে কম নয় । পর্যটকরা অত্যন্ত কৌতূহল নিয়ে এসব অজগরের ছবি তুলছেন এবং সাপগুলির স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করছেন।

python sunbathing
কেওলাদেও জাতীয় উদ্যানে অজগরের সংখ্যা বৃদ্ধি (ইটিভি ভারত)

জীববৈচিত্র্যের আশ্চর্য উদাহরণ: কেওলাদেও ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্যের জন্য ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত । এখানে 375টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায় । এখানে বেশি সংখ্যায় অজগর থাকায় জাতীয় উদ্যানটিকে আরও বিশেষ করে তুলেছে । এই ন্যাশনাল পার্ক কেবল পর্যটকদের জন্যই একটি রোমাঞ্চকর গন্তব্য নয়, গবেষকদের জন্য অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ।

ভরতপুর(রাজস্থান), 21 জানুয়ারি: শীতের মরশুমে গাছে বসে রোদ পোহাচ্ছে বিশাল আকৃতির অজগর ৷ আবার মাঝে মাঝে রাস্তা পেরতেও দেখা যাচ্ছে তাকে ৷ কখনও আবার জঙ্গল থেকে লোকালয়ে ঘুরে বেরাচ্ছে অজগরগুলি ৷ এখন প্রায়শ্যই এই দৃশ্য দেখা যাচ্ছে রাজস্থানের ভরতপুরে ৷ এই অজগর সাপগুলিকে দেখে রোমাঞ্চিত পর্যটক থেকে সাধারণ মানুষ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের কেওলাদেও জাতীয় উদ্যান আজকাল অজগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । এই জাতীয় উদ্যানটি শত শত অজগরের আবাসস্থলে পরিণত হয়েছে, যা এখানে জীববৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চারের একটি নতুন দিক তুলে ধরছে ।

দেখুন অজগরের রোমাঞ্জকর ভিডিয়ো (ইটিভি ভারত)

গাছের চারপাশে জড়িয়ে থাকা, রাস্তা পারাপারের সময় এই বিশাল সাপগুলিকে দেখতে পাওয়া পর্যটকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা । তবে এই আশ্চর্যজনক দৃশ্যটি শুধু পর্যটকদেরই আকৃষ্ট করেনি, বন্যপ্রাণী প্রেমী ও গবেষকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে । রোমাঞ্চ ও রহস্যে ভরপুর এই বন জীববৈচিত্র্যের এক অনন্য নজির স্থাপন করেছে ।

ইন্ডিয়ান রক পাইথনের সংখ্যা বৃদ্ধি: কেওলাদেও জাতীয় উদ্যানে কাজ করা অবসরপ্রাপ্ত রেঞ্জার ভোলু আবরার খানের দাবি, এখানে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় রক পাইথন পাওয়া যায় । তিনি জানান, বিখ্যাত সাপ বিশেষজ্ঞ এস ভূপতির গবেষণার সময় কেওলাদেও জাতীয় উদ্যানে 150টি অজগরের উপস্থিতি রেকর্ড করা হয়েছিল । ওই সময়ে জাতীয় উদ্যানের 29 বর্গকিলোমিটার এলাকায় এই সমীক্ষা চালানো হয় । এখন মনে করা হচ্ছে, আজগরের সংখ্যা বেড়ে প্রায় একশোর কাছিকাছি পৌঁছেছে । শুধু তাই নয়, বেশি সংখ্যক অজগর দেশের অন্য কোনও অঞ্চলে এত ছোট এলাকার মধ্যে দেখা যায় না বলেই জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত রেঞ্জার ।

python sunbathing
রাস্তা পার হচ্ছে অজগর (ইটিভি ভারত)

অজগরের সংখ্যা বৃদ্ধির কারণ: আবরার খান বলেন, "কেওলাদেও জাতীয় উদ্যানের অনুকূল ভৌগোলিক ও পরিবেশগত অবস্থাই অজগরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ । পার্কের ঘন জঙ্গল, জলের উৎসের প্রাপ্যতা এবং নিরাপদ পরিবেশ তাদের বিকাশের জন্য একটি আদর্শ জায়গা । এছাড়া আশপাশের গ্রামাঞ্চলেও অজগরের উপস্থিতি দেখা যায় । গ্রামাঞ্চলে এই অজগরের ঘন ঘন দেখা মেলা তাদের জন্য অনুকূল পরিস্থিতির প্রমাণ।"

পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা: এই অজগর দেখা পর্যটকদের জন্য রোমাঞ্চের চেয়ে কম নয় । পর্যটকরা অত্যন্ত কৌতূহল নিয়ে এসব অজগরের ছবি তুলছেন এবং সাপগুলির স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করছেন।

python sunbathing
কেওলাদেও জাতীয় উদ্যানে অজগরের সংখ্যা বৃদ্ধি (ইটিভি ভারত)

জীববৈচিত্র্যের আশ্চর্য উদাহরণ: কেওলাদেও ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্যের জন্য ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত । এখানে 375টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায় । এখানে বেশি সংখ্যায় অজগর থাকায় জাতীয় উদ্যানটিকে আরও বিশেষ করে তুলেছে । এই ন্যাশনাল পার্ক কেবল পর্যটকদের জন্যই একটি রোমাঞ্চকর গন্তব্য নয়, গবেষকদের জন্য অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ।

Last Updated : Jan 21, 2025, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.