নয়াদিল্লি, 14 এপ্রিল: অশান্ত মধ্যপ্রাচ্য ৷ স্থানীয় সময় রবিবার ভোরে ইজরায়েলকে নিশানা করে কয়েকশো ড্রোন, ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান ৷ ইজরায়েল অবশ্য বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে রুখতে পেরেছে বলেই দাবি করেছে ৷ যদিও ঠিক কোথায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, তা স্পষ্ট নয় ৷ তবে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনী ৷ আশঙ্কা করা হচ্ছে, এভাবে ইজরায়েল-গাজার যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিও জড়িয়ে পড়তে পারে ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতেই পশ্চিম এশিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত ৷
রবিবার সকালে একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানায়, "ইজরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ৷ এর ফলে এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷ ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে ৷ আমার এখনই এই সংঘর্ষ থামানোর পক্ষে আহ্বান জানাচ্ছি ৷ হিংসা থেকে পিছু হঠা এবং কূটনীতির পথে ফেরার আর্জি জানাচ্ছি ৷ পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি ৷ ওই অঞ্চলে আমাদের দূতাবাস ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ এলাকায় নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ৷"