পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ - Businessman Kiiled

Father-Daughter Murdered: উত্তরপ্রদেশে ঘুমন্ত অবস্থায় এক গয়না ব্যবসায়ী ও তাঁর দত্তক মেয়েকে খুনের অভিযোগ । শনিবার সকালে ঘর থেকে দু'জনের রক্তে ভেজা দেহ মিলেছে । একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । সন্দেহের তির ব্যবসায়ী ছেলে ও বউমার দিকে ৷

Father Daughter Murdered
মেয়ে ও ব্যবসায়ী বাবার রক্তাক্ত দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 3:46 PM IST

আমরোহা(উত্তরপ্রদেশ), 10 ফেব্রুয়ারি: ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দত্তক মেয়ে ও ব্যবসায়ী বাবার দেহ উদ্ধার হল ঘর থেকে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা শহরের কোতোয়ালি এলাকায় ৷ শুক্রবার রাতে এই খুনের ঘটনা ঘটে । শনিবার সকালে ঘর থেকে দু'জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। জোড়া খুনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গিয়েছে, মৃত গয়না ব্যবসায়ী যোগেশ চন্দ্র (67) তাঁর দত্তক মেয়েকে নিয়ে কোতোয়ালি এলাকায় থাকতেন। কোভিডের সময় স্ত্রী'কে হারিয়েছেন তিনি। যোগেশের একটিত বড় গয়নার দোকান আছে । ব্যবসায়ীর ছেলে কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেখানে তার একটি কার্ডবোর্ডের কারখানা রয়েছে । দুই-তিন দিনের জন্য পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন ছেলে । এসপি কুনওয়ার অনুপম সিং জানিয়েছেন, এক মহিলা যোগেশ চন্দ্রের বাড়িতে রান্নার কাজে আসতেন । সংসারে সবকিছু ঠিকঠাক চলছিল বলে তিনি জানান ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘটনার সময় ছেলে ইশান্তের পরিবার নিয়ে বাড়ির অন্যদিকে ঘুমিয়েছিল। আর যোগেশ মেয়ে সৃষ্টিকে নিয়ে আরেকটি ঘরে ঘুমোচ্ছিলেন। গভীর রাতে কোনও এক সময় বাবা-মেয়েকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় । শনিবার সকালে ঘর থেকে দু'জনের দেহ মেলে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা বন্ধ পাওয়া গিয়েছে । একইসঙ্গে ঘরে জোড়া খুন হয়ে গেলেও অথচ ছেলে ও বউমা কিছুই জানে না ৷ এতে রহস্য দানা বেঁধেছে ৷ পুলিশ সবদিক খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন:

  1. হরিপালে মা-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 'খুন' ছেলের, গ্রেফতার অভিযুক্ত
  2. বোনকে খুনের কথা স্বীকার মাদকাসক্ত দাদার, মালদা শহরজুড়ে চলছে মাদক বিরোধী প্রচার
  3. মদ্যপ অবস্থায় বচসা, বন্ধুর হাতে কেরলে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক !

ABOUT THE AUTHOR

...view details