পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এয়ার ইন্ডিয়ার পর ইন্ডিগোর দুই বিমানে বোমাতঙ্ক !

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ৷ যাত্রী সুরক্ষায় দিল্লির বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বই-নিউইয়র্কগামী বিমানটির ৷

BOMB THREAT IN AIR INDIA FLIGHT
নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়া বিমানে বোমাতঙ্ক (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 12:21 PM IST

Updated : Oct 14, 2024, 1:56 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রয়েছে ৷ কয়েক ঘণ্টা আগে এক্স হ্যান্ডেলে এমনই একটি বার্তা পান মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ সেই বার্তার পরই নিউইয়র্কগামী বিমানকে দিল্লিতে জরুরি অবতরণ করা হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ইন্ডিগোর দুটি বিমানেও বোমাতঙ্ক ৷

জানা গিয়েছে, মুম্বই থেকে মাস্কেটগামী ইন্ডিগো বিমান 6E 1275 ও মুম্বই থেকে জেদ্দাগামী 6E 56 বিমানে বোম থাকার খবর আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ৷ খবর পাওয়া মাত্রই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ দুটি বিমানকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তল্লাশি শুরু করেন সিআইএসএফ জওয়ানরা ৷

উল্লেখ্য, এদিন সকালেই এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্ক বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মাঝ আকাশ থেকে ঘোরানো হয় বিমানের পথ ৷ জরুরি ভিত্তিতে দিল্লি ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ হয় বিমানটি ৷

দিল্লি পুলিশের মতে, সোমবার সকালে বোমা হামলার কথা জানিয়ে হুমকির বার্তা দেওয়া হয় মুম্বই বিমানবন্দরের কর্তৃপক্ষকে ৷ এক্স হ্যান্ডেলে পাওয়া সেই হুমকির পরই বিমানের পথ পরিবর্তন করে তাকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, বিমানবন্দরের সুরক্ষায় মোতায়েন সিআইএসএফ কর্তাদের ৷ সমস্ত যাত্রীদের নামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয় ৷

ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ফ্লাইট AI119 বিমানটি ৷ এরপরই বোমা হামলার হুমকি বার্তা পায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

খবর পাওয়া মাত্রই দিল্লিতে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এরপর যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে বলে খবর ৷

এই প্রথম নয়, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ গত 22 অগস্ট মুম্বই থেকে তিরুঅনন্তপুরমগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ যার ফলে অবতরণের কিছুক্ষণ আগেই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায় ৷ জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দরকে ৷

তার আগে গত 9 অক্টোবর, বুধবার লন্ডন থেকে দিল্লিগামী একটি বিমানে বোমা থাকার খবরে দিল্লির বিমানবন্দরে চাঞ্চল্য সৃষ্টি হয় । সেদিন সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি কল যায় ৷ লন্ডন থেকে দিল্লিগামী ভিস্তারা ফ্লাইটে বোমা থাকার কথা বলা হয় । এরপরই চাঞ্চল্য ছড়ায় ৷

আরও পড়ুন:

বিমানে বোমাতঙ্ক ! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা জারি

হুমকি চিঠিতে ভিস্তারার উড়ানে বোমাতঙ্ক, মুম্বই বিমানবন্দরে হুলস্থুল

Last Updated : Oct 14, 2024, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details