পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত 5; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর

সোমবার ভোররাতে কাটরা-বিলহাউর সড়কে পথ দুর্ঘটনাটি ঘটে । মহিলা-সহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

road accident in UP
বিয়ে বাড়ি ফেরত গাড়ির সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

হারদোই (উত্তরপ্রদেশ), 25 নভেম্বর: ভোররাতে বেসরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার মহিলা-সহ পাঁচজনের ৷ গুরুতর আহত হয়েছেন তিন নাবালক ও এক মহিলা ।

ঘটনাটি ঘটেছে সোমবার মাল্লাওয়ান কোতোয়ালি এলাকার গৌরী মোড়ের কাছে কাটরা-বিলহাউর রোডে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এখান থেকে তাঁদেরকে লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে রেফার করা হয় । ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার চৌবেপুরের গাবরদহে বিয়ের অনুষ্ঠান ছিল । এতে অংশ নিয়ে বোলেরো গাড়ি করে ফিরছিলেন 9 জন । সোমবার রাত 3টের দিকে মাল্লাওয়ান কোতোয়ালি এলাকার গৌরী মোড়ের কাছে কাটরা-বিলহাউর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বেসরকারি বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় । তাতে বোলেরোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় । সব আরোহীরা গাড়ির মধ্যে আটকা পড়ে যান ।

দুর্ঘটনার পরই হৈচৈ পড়ে যায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোলেরোর গেট কেটে পুলিশ কোনোমতে আটকে পড়া লোকজনকে বের করে আনে । তবে ততক্ষণে সীমা দেবী (40), প্রতিমা (32), প্রতিভা (42), বোলেরো চালক শুভম (28), রামলালি (52)-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে ।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমলা (40), কেশব (12), শৌর্য (10) এবং আজিগ (12)। পুলিশ তাদেরকে সিএইচসি মাল্লাওয়ানে নিয়ে যায় । তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে লখনউ কেজিএমইউ ট্রমা সেন্টারে রেফার করা হয় । নিহতরা হরদইয়ের মাধৌগঞ্জ এলাকার সেউদাহি ও গৌরীনগর কুর্সাথের বাসিন্দা । আহতরাও এই দুই স্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

দুর্ঘটনার পর বাসের চালক গাড়ি রেখে পালিয়ে যান । বাসের যাত্রীরাও চলে যায় । দুর্ঘটনার পর কিছুক্ষণ জন্য ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয় । পুলিশ একটি ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তার পাশে সরিয়ে নেয় । এরপর ফের যান চলাচল স্বাভাবিক হয় ।

অতিরিক্ত পুলিশ সুপার নৃপেন্দ্র কুমার সিং বলেন, "কুয়াশার কারণে হয়তো চালক ঘুমিয়ে পড়ে ৷ যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে । বাসের কোনো যাত্রী গুরুতর আহত হয়নি । বোলেরো গাড়ির আরোহীর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । দুর্ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আধিকারিকদের নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details