পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্যালেস্তাইন-বাংলাদেশের জবাব! প্রিয়াঙ্কাকে '1984' ব্যাগ দিলেন বিজেপি সাংসদ - CONGRESS MP PRIYANKA GANDHI

শীতকালীন অধিবেশনে সংসদে বাংলাদেশ ও প্যালেস্তাইন লেখা ব্যাগ হাতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিকে ৷ এবার তাঁকে 1984 লেখা ব্যাগ দিলেন বিজেপি সাংসদ ৷

Congress MP Priyanka Gandhi carrying Palestine and Bangladesh Bags
(বাঁদিক থেকে) বাংলাদেশ লেখা ব্যাগ হাতে প্রিয়াঙ্কা গান্ধি, বিজেপি সাংসদের হাতে 1984 লেখা ব্যাগ, কংগ্রেস সাংসদের কাঁধে প্যালেস্তাইন লেখা ব্যাগ (ইটিভি ভারত)

By PTI

Published : 9 hours ago

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: প্রিয়াঙ্কা গান্ধিকে ব্যাগ উপহার দিলেন বিজেপির মহিলা সাংসদ ৷ সাদা রঙের ব্যাগে লাল ইংরেজি হরফে লেখা 1984 ৷ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হত্যার পরপরই শিখ-বিরোধী দাঙ্গা হয়েছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশে ৷ সূত্রে জানা গিয়েছে, সেই স্মৃতি উসকে দিতেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কাকে এমন ব্যাগ উপহার দিয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি ৷

ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গির প্রিয়াঙ্কাকে ব্যাগ দেওয়ার মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি '1984' লেখা ব্যাগটি নিয়ে সংসদ চত্বরে অপেক্ষা করছিলেন ৷ প্রিয়াঙ্কা গান্ধিকে সংসদের করিডোরে ঢুকতে দেখে তিনিও ওয়েনাড়ের জনপ্রতিনিধির পিছু নেন ৷ সারাঙ্গি তাঁর দিকে ব্যাগটি এগিয়ে দিলে প্রিয়াঙ্কা তাঁর হাত থেকে ব্যাগটি নিয়ে চলে যান ৷

এই শীতকালীন অধিবেশনেই সংসদে প্রথম পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ বিভিন্ন বিষয়ের সমর্থনে প্রতিবাদের অভিনব পন্থা বেছে নিয়েছিলেন তিনি ৷ এই অধিবেশন চলাকালীন গত 16 ডিসেম্বর, বিজয় দিবসে প্রিয়াঙ্কার কাঁধে প্যালেস্তাইন লেখা ব্যাগ দেখা যায় ৷ ওই ব্যাগে প্যালেস্তাইনের প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল ৷ এই ব্যাগ নিয়ে বিজেপি সাংসদরা তাঁর সমালোচনা করেন ৷ কংগ্রেস তোষণের রাজনীতি করে বলে আক্রমণ করেন ৷ এদিকে ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধে বারংবার প্রিয়াঙ্কা প্যালেস্তাইনের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন ৷

এর পরদিন 17 ডিসেম্বর, প্রিয়াঙ্কা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপর অত্যাচারের প্রতিবাদে একটি ব্যাগ নিয়ে সংসদে আসেন ৷ ওই ব্যাগে বাংলাদেশ লেখা ছিল ৷ সেই ব্যাগ নিয়েও তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিজেপি সাংসদরা ৷ এদিকে সেদিনই তিনি লোকসভায় বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপর অত্যাচার নিয়ে সরব হন ৷ কেন্দ্রের বিজেপি সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক, দাবি তুলেছিলেন প্রিয়াঙ্কা ৷

ABOUT THE AUTHOR

...view details