ভুবনেশ্বর, 20 সেপ্টেম্বর:প্রথমে বেআইনিভাবে গ্রেফতার ৷ পরে থানার মধ্যেই যৌন হেনস্থা ৷ ভরতপুর থানার পুলিশের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করলেন এক সেনা জওয়ানের বান্ধবী ৷ এবার সেই ঘটনায় সিট গঠন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক ৷
শুক্রবার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "কয়েকদিন আগে একটি পুলিশ স্টেশনে একজন সেনা আধিকারিক এবং তাঁর বাগদত্তার সঙ্গে যা ঘটেছে তা সকলেই শুনেছেন । ঘটনাটি মর্মান্তিক ৷ আমরা এই বিষয়ে পূর্ণ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ৷ দ্রুততার সঙ্গে এই ঘটনার দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে ৷"
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে ভয়াবহ সেই ঘটনার বর্ণনা করেন সেনা জওয়ানের বান্ধবী ৷ ঘটনাটি ওড়িশার ভরতপুর থানা এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই, অভিযুক্ত 5 পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷ ঘটনার সূত্রপাত গত 15 সেপ্টেম্বর, শনিবার ৷ সংবাদ সংস্থাকে মহিলা জানান, সেদিন রাতে নিজের রেস্তোরাঁ বন্ধ করে সেনা জওয়ান বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় রাস্তায় কয়েকজন ব্যক্তি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন ৷ ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েই সমস্ত সমস্যার সূত্রপাত বলে অভিযোগ ওই মহিলার ৷