গুয়াহাটি, জুন 21:অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ৷ নতুন বেশ কিছু জায়গা ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গিয়েছে ৷ অবিরাম বৃষ্টিতে একাধিক জায়গায় নেমেছে ধস ৷ বেশ কিছু নদীর জলসীমা বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ পাশাপাশি, অনেক জায়গায় নদী ভাঙন ও নদী বাঁধ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ উদলগিরিতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ নিখোঁজ আরও এক ৷ অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 26 ৷
অসমের বিপর্যয় মোকাবিলা দফতর অনুযায়ী, 22টি জেলা বর্তমানে বন্যা কবলিত ৷ যার মধ্যে খারাপ অবস্থা 1,311টি গ্রামের ৷ এর মধ্যে রয়েছে করিমগঞ্জের 279টি, তামুলপুরের 84টি, উদালগুড়িতে 51টি, বরপেতায় 58টি, কামরুপে 182টি, কোকরাঝাড়ে 70টি, দক্ষিণ সালমারায় 66টি, নলবাড়ির 99টি, দারাংয়ের 82টি এবং গোয়ালপাড়ার 98টি গ্রাম রয়েছে। নতুন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 4 লাখ 9 হাজার 356 জন।