পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরও ভয়াবহ অসমের বন্যা পরিস্থিতি! কাজিরাঙা অভয়ারণ্যে প্রাণ গেল শতাধিক বন্যপ্রাণীর - Assam Flood Situation - ASSAM FLOOD SITUATION

Assam Flood Situation: ক্রমশ বিধ্বংসী রূপ নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি ৷ এবার বন্যায় কাজিরাঙা অভয়ারণ্যে মারা গিয়েছে কমপক্ষে 120টি পশুর ৷ বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী ৷

Assam Flood Situation
ভয়াবহ অসমের বন্যা পরিস্থিতি (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 4:35 PM IST

কাজিরাঙা, 7 জুলাই: অসমের বিধ্বংসী বন্যায় ব্য়াপক ক্ষতিগ্রস্ত কাজিরাঙা অভয়ারণ্য ৷ 6টি এক শৃঙ্গ গন্ডার-সহ কমপক্ষে 120টি বন্যপ্রাণী মারা গিয়েছে। গত কয়েকদিনের ভারি বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র-সহ রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভবনাও তৈরি হয়েছে ৷

কাজিরাঙার বন বিভাগ সূত্র জানা গিয়েছে, জাতীয় উদ্যানের 233টি ফরেস্ট ক্যাম্পের মধ্যে 66টি এখন জলের তলায়। জাতীয় উদ্যানের আশেপাশের এলাকাও বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা নিরাপদ স্থানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কিছু বন্য পশু কাজিরাঙা জাতীয় উদ্যানের উচুভূমিতে জড়ো হয়েছে ৷ আবার কিছু প্রাণী অভয়ারণ্যের দক্ষিণ অংশে কার্বি পাহাড়ে আশ্রয় নিয়েছে বলে খবর ৷ একই সঙ্গে বন বিভাগের আধিকারিকদের আশঙ্কা, বন্যা পরিস্থিতি খারাপ হলে লোকালয়েও চলে আসতে পারে পশুরা।

বন বিভাগ ছ'টি গণ্ডার এবং 87টি হরিণের মৃতদেহ উদ্ধার করেছে। জাতীয় সড়ক-37 পেরিয়ে কার্বি পাহাড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় অনেক প্রাণী মারা গিয়েছে বলেও খবর। আর তাই গাড়ির গতি কমাতে চালকদর অনুরোধ করেছে বন বিভাগ।

অন্যদিকে, সামগ্রিকভাবে ক্রমশ গুরুতর হয়ে উঠছে অসমের বন্যা পরিস্থিতি ৷ রাজ্যের 30টি জেলার প্রায় সাড়ে 24 লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই কমপক্ষে 52 জনের মৃত্যু হয়েছে ৷ বিভিন্ন স্থানে বিপদসীমার উপরে দিয়ে বয়ে চলেছে রাজ্যের প্রধান নদীগুলি ৷ উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ABOUT THE AUTHOR

...view details