পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির

Arvind Kejriwal Appears Before ED: পাঁচ বার ইডির কাছে হাজিরা এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাই তাঁর বিরুদ্ধে দিল্লির একটি নিম্ন আদালতে অভিযোগ দায়ের করেছে ইডি ৷ আজ সেই হাজিরার দিন ৷

ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 11:42 AM IST

Updated : Feb 20, 2024, 2:44 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বারবার ইডির কাছে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি ৷ তাই তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই মামলায় আজ দিল্লির একটি নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আপ প্রধান কেজরিওয়ালের ৷

এদিকে শুক্রবার, 16 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাই আজ, শনিবারই তাঁর আইনজীবীরা আদালতে জানান, তাঁর পক্ষে সশরীরে আদালতে যাওয়া সম্ভব নয় ৷ আস্থা ভোট ছাড়া বাজেট অধিবেশনও আছে ৷ তাই তিনি ভিডিয়ো কনফারেন্সে আদালতের কাছে হাজিরা দিয়েছেন ৷ ফের 19 ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে কেজরিওয়ালের ৷

এর আগে ইডির পাঁচ-পাঁচটি তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্থিক প্রতারণা মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ এই তদন্তের সঙ্গে আবগারি দুর্নীতির যোগাযোগ রয়েছে ৷ কিন্তু প্রতিবারই তিনি কোনও না কোনও কারণ দর্শিয়ে ইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷

প্রথমবার তাঁকে ইডি সমন পাঠিয়েছিল 2023 সালের 30 অক্টোবর ৷ 2 নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু সেবার তিনি এই সমনকে বিজেপির ষড়যন্ত্র বলে দাগিয়ে দেন ৷ মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যান ৷ দ্বিতীয়বার 21 ডিসেম্বর হাজিরা দেওয়ার কথা থাকলেও কেজরিওয়াল জানান, তিনি বিপাসনা করতে যাচ্ছেন ৷ তাই আসতে পারবেন না ৷

এরপর 2024 সালের 3 জানুয়ারি ইডির কাছে পৌঁছনোর কথা ছিল ৷ এবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল রাজ্য নির্বাচন আর সাধারণতন্ত্র দিবসের উদযাপনের কারণ দর্শিয়ে যাননি ৷ তারপর ফের 18 জানুয়ারি ইডি সমন পাঠায় মুখ্যমন্ত্রীকে ৷ এদিকে ওইদিনই তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, দলের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন ৷ এরপরেও ইডি তাঁকে 2 ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ৷ আর এবারও যথারীতি অরবিন্দ কেজরিওয়াল তা এড়িয়ে যান ৷

পঞ্চমবার ইডির সমন এড়ানোর পর ইডি সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ ইডির তলব এড়ানো নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আজ হাজিরা দেওয়ার আগেই কেজরিওয়ালের আইনজীবীরা আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে এবং বাজেট অধিবেশনও আছে ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারবেন ৷ শনিবার আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে রেহাই দেয় এবং ভিডিয়ো কনফারেন্সের অনুমতি দেয় ৷ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী ছিলেন রমেশ গুপ্তা ৷ তিনি বিচারককে জানান, এর পরের বার আদালতে কেজরিওয়াল সশরীরে হাজিরা দেবেন ৷ এই মামলার পরবর্তী শুনানি 16 মার্চ ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগে জানায়, তিনি ইচ্ছাকৃত ইডির সমন মানেননি ৷ তুচ্ছাতিতুচ্ছ অজুহাত দিয়ে সমন এড়িয়ে গিয়েছেন ৷ তাঁর মতো একজন উচ্চপদমর্যাদার জনপ্রতিনিধিই যদি আইন অবমাননা করেন, তাহলে সাধারণ মানুষ অর্থাৎ আম আদমির কাছে ভুল বার্তা পৌঁছবে ৷ ইডি সমনকে আপ আহ্বায়ক বারবার তাঁর এবং আপ সরকারের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন ৷ এমনকী বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন যে গেরুয়া শিবির দিল্লির আপ বিধায়কদের কয়েক কোটি টাকার বিনিময়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে ৷

আরও পড়ুন:

  1. 'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের
  2. আবগারি দুর্নীতি মামলায় চতুর্থবার কেজরিওয়ালকে তলব ইডির
  3. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র
Last Updated : Feb 20, 2024, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details