পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরিতে গভীর খাদে পড়ল সেনার গাড়ি, নিহত এক জওয়ান - Army paratrooper killed - ARMY PARATROOPER KILLED

Army paratrooper killed in Rajouri: সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে এক সেনা প্যারাট্রুপারের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটে রাজৌরি জেলায় ৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা জওয়ান ৷ এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷

Army paratrooper killed in Rajouri
দুর্ঘটনাগ্রস্ত সেনার গাড়ি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 8:47 AM IST

রাজৌরি: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এক গাড়ি দুর্ঘটনায় এক সেনা প্যারাট্রুপারের মৃত্যু হয়েছে ৷ তাঁর নাম ল্যান্স নায়েক বালজিৎ সিং৷ আহত হয়েছেন পাঁচজন কমান্ডো ৷ সেনার গাড়িটি রাস্তা থেকে ছিটকে একটি গভীর খাদে পড়ে যায়, কর্মকর্তারা জানিয়েছেন।

সেনাবাহিনীর তরফে জানানো হয়, সেনা জওয়ানরা এক সার্চ অপারেশনে অংশ নিতে যাচ্ছিলেন৷ তাঁদের গাড়িটি মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত জেলার মানকোট এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয় ৷ জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, ল্যান্স নায়েক বলজিৎ সিং এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷

সেনার তরফে বলা হয়েছে, "হোয়াইট নাইট কর্পসের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) এবং সমস্ত পদমর্যাদার তরফে শহিদ ল্যান্স নায়েক বলজিৎ সিং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ৷ যিনি রাজৌরির মাঞ্জাকোটের কাছে সার্চ অপারেশনের দায়িত্ব পালন করতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৷ আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”

সেনার এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে ৷ স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকার্যে সাহায্য করে ৷ আহত 6 কমান্ডোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই একজনের মৃত্যু হয় ৷ অন্য একজনের অবস্থা সঙ্কটজনক ৷

গত মাসে অরুণাচল প্রদেশে সেনার ট্রাক খাদে পড়ে নিহত 3 জওয়ান নিহত হন ৷ 27 অগস্ট অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে সেনার গাডিটি ৷ আচমকাই খাদে পড়ে গেল ভারতীয় সেনার ট্রাক ৷ নিহত হন 3 জওয়ান ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছিল তাপি গ্রামের কাছে অরুণাচল হাইওয়েতে ৷

ABOUT THE AUTHOR

...view details