হংকং, 20 এপ্রিল:স্টোর থেকে মেটা মেসেজিং অ্যাপ 'হোয়াটসঅ্যাপ' ও সোশাল মিডিয়া অ্যাপ 'থ্রেড' সরিয়ে দিল অ্যাপল ৷ না ভারতে নয়, চিনের অ্যাপ স্টোর থেকে এই দুটি মেটার অ্যাপ সরিয়ে দিয়েছে এই সংস্থা। বেজিংয়ের নির্দেশে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে অ্যাপল ৷ চিন সরকারের আধিকারিকরা জাতীয় নিরাপত্তায় উদ্বেগের কথা উল্লেখ করার পর শুক্রবার স্টোর থেকে অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে । আমেরিকা এবং চিনের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি । তারই মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দুটি অ্যাপকে স্টোর সরিয়ে ফেলল অ্যাপল ৷
অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আমেরিকাও চিনের অ্যাপ টিকটক নিষিদ্ধ করার হুমকি দিয়েছে । তবে চিনা প্রযুক্তি সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক আমেরিকার লক্ষাধিক বাসিন্দা ব্যবহার করে ৷ কিন্তু 'হোয়াটসঅ্যাপ' এবং 'থ্রেডে'র মতো অ্যাপগুলি সাধারণত চিনে অত ব্যবহৃত হয় না। পরিবর্তে চিনা কোম্পানি টেনসেন্টের মালিকানাধীন মেসেজিং অ্যাপ 'ওয়েচ্যাট' দেশে সর্বোচ্চ রাজত্ব করছে ।
চিনে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার-সহ অন্যান্য মেটা অ্যাপগুলি ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে ৷ যদিও এই ধরনের বিদেশি অ্যাপগুলির ব্যবহার চিনে তার 'গ্রেট ফায়ারওয়াল' ফিল্টারের নেটওয়ার্কের কারণে ব্লক করা হয়েছে, যা গুগল এবং ফেসবুকের মতো বিদেশি ওয়েবসাইটগুলির ব্যবহার সীমাবদ্ধ করে ।