পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল - Meta Apps - META APPS

WhatsApp and Threads in App Store: চিনে আর মিলবে না মেটার অ্যাপ হোয়াটসঅ্যাপ ও থ্রেড ৷ অ্যাপ স্টোর থেকে এই দুটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল ৷ এই পদক্ষেপের পিছনের কারণ বিবৃতি দিয়ে জানাল মার্কিন সংস্থা ৷

apple
apple

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 11:40 AM IST

Updated : Apr 20, 2024, 11:46 AM IST

হংকং, 20 এপ্রিল:স্টোর থেকে মেটা মেসেজিং অ্যাপ 'হোয়াটসঅ্যাপ' ও সোশাল মিডিয়া অ্যাপ 'থ্রেড' সরিয়ে দিল অ্যাপল ৷ না ভারতে নয়, চিনের অ্যাপ স্টোর থেকে এই দুটি মেটার অ্যাপ সরিয়ে দিয়েছে এই সংস্থা। বেজিংয়ের নির্দেশে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে অ্যাপল ৷ চিন সরকারের আধিকারিকরা জাতীয় নিরাপত্তায় উদ্বেগের কথা উল্লেখ করার পর শুক্রবার স্টোর থেকে অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে । আমেরিকা এবং চিনের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি । তারই মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দুটি অ্যাপকে স্টোর সরিয়ে ফেলল অ্যাপল ৷

অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আমেরিকাও চিনের অ্যাপ টিকটক নিষিদ্ধ করার হুমকি দিয়েছে । তবে চিনা প্রযুক্তি সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক আমেরিকার লক্ষাধিক বাসিন্দা ব্যবহার করে ৷ কিন্তু 'হোয়াটসঅ্যাপ' এবং 'থ্রেডে'র মতো অ্যাপগুলি সাধারণত চিনে অত ব্যবহৃত হয় না। পরিবর্তে চিনা কোম্পানি টেনসেন্টের মালিকানাধীন মেসেজিং অ্যাপ 'ওয়েচ্যাট' দেশে সর্বোচ্চ রাজত্ব করছে ।

চিনে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার-সহ অন্যান্য মেটা অ্যাপগুলি ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে ৷ যদিও এই ধরনের বিদেশি অ্যাপগুলির ব্যবহার চিনে তার 'গ্রেট ফায়ারওয়াল' ফিল্টারের নেটওয়ার্কের কারণে ব্লক করা হয়েছে, যা গুগল এবং ফেসবুকের মতো বিদেশি ওয়েবসাইটগুলির ব্যবহার সীমাবদ্ধ করে ।

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, "চিনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে দেশের স্টোরফ্রন্ট থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আমরা যে দেশে কাজ করি সেসব দেশের আইন মেনে চলতে বাধ্য, এমনকী যখন আমরা দ্বিমত পোষণ করি তখনও ।"

কয়েকদিন আগেই বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থান খুইয়েছে অ্যাপল ৷ কোরিয়ান কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স এই স্থান দখল করেছে। মার্কিন সংস্থা অ্যাপলের রমরমা বাজার চিনে ৷ তার শীর্ষ তিনটি বাজারের মধ্যে একটি চিন ৷ তবে দেশের সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির কর্মচারীদের অ্যাপল ডিভাইসগুলিকে কর্মক্ষেত্রে না আনার নির্দেশ দেওয়ার পরে চিনে অ্যাপল আইফোনের বিক্রয় কমেছে । এরপরেই অ্যাপল চিনের বাইরে তার উৎপাদনে বৈচিত্র্য আনছে ।

আরও পড়ুন:

  1. পিছিয়ে চিন, ভারতে আইফোনের উৎপাদন বেড়ে দ্বিগুণ
  2. আইফোনে আবারও স্পাইওয়্যার আক্রমণ! ভারত-সহ 92টি দেশকে সতর্ক করল অ্যাপল
  3. এবার আইফোনের মতো অ্যান্ড্রোয়েড ফোনেও হোয়াটসঅ্যাপে মিলবে এই দারুণ ফিচার
Last Updated : Apr 20, 2024, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details