পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন শাহ, কড়া বার্তা সন্ত্রাস-মাওবাদকে - Shah takes charge

Shah takes charge: দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ ৷ আর এই দায়িত্ব নিয়েই সন্ত্রাস ও মাওবাদকে কড়া বার্তা দেন তিনি ৷

ETV BHARAT
দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন শাহ (ছবি: এএনআই)

By PTI

Published : Jun 11, 2024, 6:38 PM IST

নয়াদিল্লি, 11 জুন: দেশের সুরক্ষার জন্য নিজেদের প্রচেষ্টাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে নতুন সরকার ৷ তারা ভারতকে সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও মাওবাদীদের বিরুদ্ধে প্রাচীর হিসেবে গড়ে তুলবে ৷ দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার এমনই কড়া বার্তা দিলেন অমিত শাহ ৷ তিনি আরও বলেন যে, তাঁর মন্ত্রক জাতি এবং তাঁর জনগণের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷

2019 সাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদে আসীন 59 বছরের অমিত শাহ ৷ মোদি 3.0 সরকারেও তিনি সেই একই পদে । দ্বিতীয়বার দেশের এই গুরুদায়িত্ব পাওয়ার পর অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি-র তত্ত্বাবধানে, আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পুনরায় গ্রহণ করেছি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সর্বদা যেমন ছিল, তেমনই জাতি ও তার জনগণের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে । মোদি 3.0 এর জন্য ভারতের নিরাপত্তা পরবর্তী স্তরে নিয়ে যাওয়া হবে এবং সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও মাওবাদের বিরুদ্ধে বড় প্রাচীর হিসেবে নিজেকে গড়ে তুলবে এই সরকার ৷"

দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার আগে শাহ এদিন চাণক্যপুরী এলাকায় জাতীয় পুলিশ স্মৃতিসৌধ পরিদর্শন করেন । জাতির সেবা করতে গিয়ে জীবন দেওয়া পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি । বলেন, "আমাদের পুলিশ বাহিনীর শহীদদের স্মরণ করছি যাঁরা জাতির সম্মান রক্ষায় তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং যাঁদের আত্মত্যাগের গাথা দেশপ্রেমের ধারণাকে চির অমর করে রেখেছে । জাতীয় পুলিশ স্মৃতিসৌধে তাদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ।"

শাহ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 7.44 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে লোকসভা নির্বাচনে গুজরাতের গান্ধিনগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন । তিনি সমবায় মন্ত্রকও এবার ধরে রেখেছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাঁর নতুন মেয়াদে শাহের অবিলম্বে অগ্রাধিকার হবে তিনটি নতুন প্রণীত ফৌজদারি আইন - ভারতীয় ন্যায়সংহিতা 2023, ভারতীয় নাগরিকসুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর বাস্তবায়ন ৷ এই আইনগুলি কার্যকর হওয়ার জন্য নির্ধারিত হয়েছে ৷ এক জুলাই ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ অমিত শাহ গত বছর ব্রিটিশ যুগের পুরনো আইন আধুনিকীকরণ এবং প্রতিস্থাপনের লক্ষ্যে তিনটি আইন এনেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details