নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও শপথ অনুষ্ঠান কোথায় হবে, তা জানিয়ে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেই প্রস্তুতি তুঙ্গে ৷ এনিয়ে বুধবার দিল্লির ট্রাফিক পুলিশ নির্দেশিকাও জারি করে দিয়েছে ৷ আগামিকাল, 20 ফেব্রুয়ারি দুপুর 12টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷
রামলীলা ময়দানে কড়া নিরাপত্তা:
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হবে সারা দিল্লি ৷ 25 হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে মধ্য, উত্তর এবং নয়াদিল্লির এলাকাগুলিতে ৷ তিনি বলেন, "25 হাজারেরও বেশি পুলিশকর্মী এবং 15 কোম্পানিরও বেশি আধাসামরিক বাহিনী কড়া প্রহরায় নিযুক্ত থাকবে ৷ শুধু রামলীলা ময়দানের চারদিকেই 5 হাজারের বেশি পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবে ৷ তাদের সঙ্গে থাকবে আধাসামরিক বাহিনীও ৷ আমরা 2 হাজার 500টিরও বেশি কৌশলী পয়েন্ট চিহ্নিত করেছি ৷ সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ৷"
#WATCH | Delhi BJP president Virendraa Sachdeva says, " at 7 pm today, the party's two central observers (for electing the leader of delhi legislature party) will come, and they will announce the name of the cm..."
— ANI (@ANI) February 19, 2025
"the pm, cms of some states, the party's central leadership,… pic.twitter.com/hxZcUJ1k9d
বিশেষ পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রবীন্দ্র যাদব সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দিল্লি পুলিশ বিগত দু'দিন ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি চালাচ্ছে ৷
দিল্লি বিধানসভা নির্বাচন:
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 8 ফেব্রুয়ারি ৷ 70টি আসনের মধ্যে বিজেপি 48টি আসন পেয়ে দীর্ঘ 26 বছর পর দিল্লিতে সরকার গড়ছে ৷ অন্যদিকে তিনবার দিল্লিতে সরকার গড়ে এবার মাত্র 22টি আসন দখলে রাখতে পেরেছে আম আদমি পার্টি (আপ) ৷
মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা:
আজ সন্ধ্যায় দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, "আজ সন্ধ্যা 7টায় দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক আসবেন ৷ তাঁরা দিল্লি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন এই অনুষ্ঠানে ৷ এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে অটোরিক্সা চালক, শ্রমিকরাও উপস্থিত থাকবেন আগামিকালের এই শপথ অনুষ্ঠানে ৷" নাগরিক সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও হাজির হবেন এই অনুষ্ঠানে ৷
কেজরিওয়ালের আপকে ধরাশায়ী করার পর থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ এই দৌড়ে এগিয়ে রয়েছেন পরবেশ বর্মা, সতীশ উপাধ্যায়, আশিস সুদ, জিতেন্দ্র মহাজন, বিজেন্দ্র গুপ্তা, অভয় বর্মা ৷ এছাড়া মহিলাদের মধ্যে রেখা গুপ্তা, শিখা রায়ও সামিল মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় ৷
আগামিকাল উপরাজ্যপাল বিকে সাক্সেনার সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি পেশ করবেন বিধায়কদের দলনেতা ৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের ইনচার্জ দুই বিজেপি নেতা বিনোদ তাবড়ে এবং তরুণ চুঘ, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবাও হাজির থাকবেন ৷ দলীয় সূত্রে খবর, এই তালিকার বাইরে গিয়ে চমক দিতে পারে বিজেপি ৷
বিজেপি কার্যকর্তাদের বুধবার সকাল 10টা থেকেই রামলীলা ময়দানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন 11.15 মিনিটে ৷ অতিথিদের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে কেউ ভাষণ দেবেন না ৷ জাতীয় সঙ্গীতের পর উপ-রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবেন ৷ সূত্রের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং অন্য সব মন্ত্রীরা দিল্লির সচিবালয়ে গিয়ে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন ৷ এরপর সেখানেই ক্যাবিনেটের প্রথম বৈঠক হবে ৷