আগরতলা, 22 ডিসেম্বর: 10 বছরে উন্নয়নের জোয়ার এনেছে বিজেপি ৷ বামফ্রন্টের তিন দশকের শাসনকালের কাজকে দু’বার ক্ষমতায় থেকেই টপকে যাবেন তাঁরা ৷ ত্রিপুরায় এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার তিনি জানিয়ে দেন, 2028 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি এবং সিপিএম দু’য়ের শাসনকালের ‘রিপোর্ট কার্ড’ উপস্থাপন করবেন তাঁরা ৷
বিজেপির প্রাক্তন সভাপতি জানান, ততদিনে (2028 বিধানসভা নির্বাচন) তাদের পারফরম্যান্স বাম শাসনে হওয়া কাজকেও ছাড়িয়ে যাবে । রবীন্দ্র ভবনে জাতীয় সমবায় সম্মেলনে বক্তৃতাকালে রবিবার শাহ অভিযোগ করেন, ত্রিপুরা বামফ্রন্ট শাসনকালে 35 বছর ধরে পিছিয়ে ছিল ৷ এর একমাত্র কারণ সরকার শুধুমাত্র সিপিআই(এম) ক্যাডারদের জন্য কাজ করছিল ।
তিনি বলেন, ‘‘ত্রিপুরা বিজেপিকে দু’বার ক্ষমতায় বসিয়েছে ৷ 2028 সালের বিধানসভা নির্বাচনে আমি আমাদের 10 বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আসব ৷ সিপিএমের শাসনের সঙ্গে তুলনা করব ।’’