পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিপিএমের তিন দশকের কাজ 10 বছরেই করে ফেলবে বিজেপি, ত্রিপুরায় শাহি-গর্জন - AMIT SHAH

শাহের দাবি, বামেদের শাসনকালে ত্রিপুরায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। উন্নয়নের প্রশ্নে রাজ্য পিছিয়ে ছিল ৷ কারণ জণগনের কথা না ভেবে সরকার শুধু শাসকদলের কর্মীদের কথাই ভাবত।

HM Amit Shah
অমিত শাহ (ইটিভি ভারত)

By PTI

Published : Dec 22, 2024, 10:24 PM IST

আগরতলা, 22 ডিসেম্বর: 10 বছরে উন্নয়নের জোয়ার এনেছে বিজেপি ৷ বামফ্রন্টের তিন দশকের শাসনকালের কাজকে দু’বার ক্ষমতায় থেকেই টপকে যাবেন তাঁরা ৷ ত্রিপুরায় এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার তিনি জানিয়ে দেন, 2028 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি এবং সিপিএম দু’য়ের শাসনকালের ‘রিপোর্ট কার্ড’ উপস্থাপন করবেন তাঁরা ৷

বিজেপির প্রাক্তন সভাপতি জানান, ততদিনে (2028 বিধানসভা নির্বাচন) তাদের পারফরম্যান্স বাম শাসনে হওয়া কাজকেও ছাড়িয়ে যাবে । রবীন্দ্র ভবনে জাতীয় সমবায় সম্মেলনে বক্তৃতাকালে রবিবার শাহ অভিযোগ করেন, ত্রিপুরা বামফ্রন্ট শাসনকালে 35 বছর ধরে পিছিয়ে ছিল ৷ এর একমাত্র কারণ সরকার শুধুমাত্র সিপিআই(এম) ক্যাডারদের জন্য কাজ করছিল ।

তিনি বলেন, ‘‘ত্রিপুরা বিজেপিকে দু’বার ক্ষমতায় বসিয়েছে ৷ 2028 সালের বিধানসভা নির্বাচনে আমি আমাদের 10 বছরের শাসনের রিপোর্ট কার্ড নিয়ে আসব ৷ সিপিএমের শাসনের সঙ্গে তুলনা করব ।’’

মিজোরাম থেকে বাস্তুচ্যুত হওয়ার পর ত্রিপুরায় পুনর্বাসিত হয়েছেন ব্রু জনজাতির মানুষরা ৷ তাঁদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি ব্রু জনজাতির লোকেদের দেখে আনন্দিত ৷ ওরা 23 বছর ধরে (অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি হিসাবে) দুর্বিষহ জীবনযাপন করছিলেন ৷ ত্রিপুরায় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ এবং এলপিজি সংযোগের মতো মৌলিক সুবিধা-সহ সাধারণ জীবন পাবেন ৷ ওরাও যে ভারতীয় কমিউনিস্ট সরকার সে কথা ভাবেনি ৷’’

শাহ আরও বলেন, ‘‘রাজ্যে পাইপযুক্ত জলের কভারেজ 2018 সালে 2.86 শতাংশ ছিল ৷ 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 87 শতাংশ ৷ ত্রিপুরা তার মোট কৃষি উৎপাদনের 70 শতাংশ জৈব উপায়ে উৎপাদন করে ৷ কিন্তু সার্টিফিকেশনের সমস্যা রয়েছে । আমি কৃষকদের এই সমস্যাটি কাটিয়ে উঠতে ন্যাশনাল অর্গানিক কো-অপারেটিভ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ৷’’

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details