পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মলদ্বারে প্রায় এক কেজি সোনা! গ্রেফতার এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা - Gold Smuggling

Gold Smuggling: অভিনব কায়দায় বিদেশ থেকে ভারতে সোনাপাচারের অভিযোগ ৷ ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মহিলা বিমান কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ বৃহস্পতিবার কেরলের কান্নুর বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে বলে খবর ৷

Air Hostess smuggling Gold
সোনাপাচারের অভিযোগে ধৃত এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা (ফাইল চিত্র)

By PTI

Published : May 31, 2024, 6:46 PM IST

কান্নুর, 31 মে: সম্প্রতি বলিউডের রিলিজ করেছে 'ক্রিউ' নামের একটি সিনেমা ৷ করিনা কাপুর খান, তব্বু এবং কৃতি শ্যানন অভিনীত এই সিনেমায় তিন উচ্চাকাঙ্ক্ষী বিমান সেবিকার গল্প বলা হয়েছে ৷ যাঁরা ঘটনাক্রমে বিমানে একটি সোনাপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ চলচ্চিত্রের গল্প বাস্তবের মাটিতে পুরোপুরি নেমে না-এলেও, কিছুটা মিল পাওয়া গেল কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনার সঙ্গে ৷

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার ডিআরআই-এর একটি সূত্র জানিয়েছে, গত 28 মে মাস্কাট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ কোচির ডিআরআই-এর কাছে ইন্টেলিজেন্স মারফত খবর ছিল, সেই বিমানের এক বিমান কর্মী মাস্কাট থেকে বিপুল পরিমাণ সোনা লুকিয়ে দেশে নিয়ে আসছেন ৷ সেই মতো কান্নুর আয়কর বিভাগের ডিরেক্টরেটের আধিকারিকরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব কর্মীদের পরীক্ষা করেন ৷ তাতেই ধরা পড়েন সুরভি খাতুন নামে ওই বিমান সেবিকা ৷

কীভাবে কড়া নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে সোনা বিমানের করে ভারতে নিয়ে এলেন সুরভি ? অভিযোগ, মলদ্বারের ভিতরে লুকিয়ে সুদূর মাস্কাট থেকে কান্নুর পর্যন্ত 960 গ্রাম অর্থাৎ, প্রায় 1 কেজি সোনা পাচার করেছেন তিনি ৷ অভিযুক্ত বিমান সেবিকাকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে কান্নুর আদালতে পেশ করা হয় ৷ সেখানে সুরভি খাতুনকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ তাঁকে কান্নুর মহিলা সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর ৷

উল্লেখ্য, ভারতে এমন ঘটনা প্রথমবার ৷ যেখানে একজন বিমান কর্মী সোনা পাচারের মতো ঘটনায় ধরা পড়েছেন ৷ তাও আবার ঝুঁকি নিয়ে মলদ্বারে লুকিয়ে তা পাচার করা হয়েছে সুদূর মাস্কাট থেকে ৷ এই ঘটনায় কারা-কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ কেরলে কাদের কাছে এই সোনা পাচার করার পরিকল্পনা ছিল ? তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details