কান্নুর, 31 মে: সম্প্রতি বলিউডের রিলিজ করেছে 'ক্রিউ' নামের একটি সিনেমা ৷ করিনা কাপুর খান, তব্বু এবং কৃতি শ্যানন অভিনীত এই সিনেমায় তিন উচ্চাকাঙ্ক্ষী বিমান সেবিকার গল্প বলা হয়েছে ৷ যাঁরা ঘটনাক্রমে বিমানে একটি সোনাপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ চলচ্চিত্রের গল্প বাস্তবের মাটিতে পুরোপুরি নেমে না-এলেও, কিছুটা মিল পাওয়া গেল কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনার সঙ্গে ৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার ডিআরআই-এর একটি সূত্র জানিয়েছে, গত 28 মে মাস্কাট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ কোচির ডিআরআই-এর কাছে ইন্টেলিজেন্স মারফত খবর ছিল, সেই বিমানের এক বিমান কর্মী মাস্কাট থেকে বিপুল পরিমাণ সোনা লুকিয়ে দেশে নিয়ে আসছেন ৷ সেই মতো কান্নুর আয়কর বিভাগের ডিরেক্টরেটের আধিকারিকরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব কর্মীদের পরীক্ষা করেন ৷ তাতেই ধরা পড়েন সুরভি খাতুন নামে ওই বিমান সেবিকা ৷