যোধপুর, 15 নভেম্বর: অসাধ্যসাধন এইমস যোধপুরে ৷ ডাক্তারদের নয়, অসাধ্যসাধন সম্ভব হয়েছে যন্ত্রের হাতযশে ৷ সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগে জীবন ফিরে পেয়েছেন জটিল ক্যানসারে আক্রান্ত রোগী ৷ শ্রীগঙ্গানগরের 22 বছর বয়সি যুবককে বাঁচানো গিয়েছে রোবোটিক সার্জারির মাধ্যমে ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের ডান ফুসফুসের উপরের অংশে এবং বায়ুনালীতে (ব্রঙ্কাস) ক্যানসার হয়েছিল । এই ধরনের ক্ষেত্রে, ওপেন সার্জারি করা হয় ৷ অর্থাৎ বুক কেটে পুরো ফুসফুস অপসারণ করা হয় ৷ সেই জটিল রোবোটিক সার্জারি হল এইমসে। রোবোটিক সার্জারিতে রোগীর ডান ফুসফুসের উপরের অংশ এবং শ্বাসনালীর ক্যানসারযুক্ত অংশ কেটে ফেলা হল। সেসময় অবশিষ্ট ডান ফুসফুসের নীচের অংশটি উইন্ডপাইপের সঙ্গে সংযুক্ত ছিল । রোগী এখন দেড়খানা ফুসফুস দিয়েই শ্বাস নিতে পারবে ।
সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ জীবন রাম বিষ্ণোই জানান, পালমোনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. নিশান্ত ভরদ্বাজের কাছে চিকিৎসা করানোর সময় ওই রোগীর ক্যানসার ধরা পড়ে । অস্ত্রোপচারের মাধ্যমে এই ধরনের টিউমার অপসারণ করতে ওপেন সার্জারি করা হয় ৷ ফলে রোগীর অস্ত্রোপচারের পর সুস্থ হতে অনেক সময় লাগে । অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে রাখায় নিউমোনিয়া, বুকে ব্যথার মতো নানা জটিলতার সম্ভাবনাও থাকে । কিন্তু এক্ষেত্রে দিনকয়েকের মধ্য়েই সম্পূর্ণ সুস্থ হওয়ার পর রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে ।
মাত্র 12 মিমি কেটেই অস্ত্রোপচার: এই অস্ত্রোপচারটিতে বুকে মাত্র 8 এবং 12 মিমি ছেদ করা হয়েছিল । অস্ত্রোপচারের পর রোগীকে সরাসরি ওয়ার্ডে স্থানান্তর করা হয় । আইসিইউর প্রয়োজন পড়েনি । রোগীকে পাঁচ দিনের মধ্যেই হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয় ।