পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তন্ত্র সাধনার বলি ! নিখোঁজের দু'দিন পর মিলল 8 বছরের শিশুর বস্তাবন্দি দেহ

বস্তা থেকে বের করার পর দেখা যায়, শিশুটির কপালে তিলক লাগানো রয়েছে ৷ স্থানীয়দের অনুমান, তন্ত্র সাধনার জন্য শিশুটিকে বলি দেওয়া হয়েছে ৷

AGRA CHILD MURDER CASE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

আগ্রা, 2 ডিসেম্বর:গত 2 দিন ধরে নিখোঁজ ছিল ৷ অবশেষে বাড়ির পেছন থেকে উদ্ধার হল 8 বছরের শিশুর বস্তাবন্দি দেহ ৷ ঘটনাটি ঘটেছে আগ্রার পিনাহাটা থানার অন্তর্গত নয়াপুরা এলাকার ৷ পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে শিশুটিকে হত্য়া করা হয়েছে ৷ শিশুটির দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

কয়েকদিন আগে পিনাহাট থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয় শিশুটির পরিবারের তরফে ৷ এদিন, হত্যার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশ আধিকারীকরা ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷

মৃত শিশুর বাবা জানান, গত 29 নভেম্বর বাড়ির বাইরে খেলা করছিল তাঁর 8 বছরের ছেলে ৷ সময়ে পেড়িয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায়, খোঁজাখুঁজি শুরু হয় ৷ কিন্তু বেশ কিছুক্ষণ পরও তার কোনও হদিশ না-পাওয়ায়, স্থানীয় পিনাহাট থানায় ৷ অপহরণের মামলা দায়ের করে পুলিশ ৷ গত 2 দিন ধরে শিশুর খোঁজে তল্লাশি চালালেও, তাকে উদ্ধার করা যায়নি ৷ অবশেষে সোমবার বাড়ির পিছনে বস্তার মধ্যে শিশুটির নিথর দেহ চোখে পড়ে পরিবারের ৷

বস্তা থেকে শিশুর দেহটি বের করতেই দেখা যায় তার কপালে তিলক লাগানো রয়েছে ৷ সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান পরিবারের লোকজন ৷ তাদের অনুমান, তন্ত্র সাধনার জন্য কেউ শিশুটির বলি দিয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে পিনহাট থানার এসপি অশোক কুমার সিং বলেন, "সোমবার সকালে শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে তারই বাড়ির পিছন থেকে ৷ রক্তাক্ত অবস্থায় কেউ বা কারা বস্তাবন্দি অবস্থায় দেহটিকে ফেলে দিয়ে যায় ৷ মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

পুলিশ সুপার আরও জানান, ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে ৷ শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে ৷ তাই সমস্ত দিক খুব ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷

পড়ুন:ঝাড়খণ্ডের হোমে মেয়েদের যৌন হেনস্তা ! গ্রেফতার দুই অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details