পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুয়াহাটিতে 60 ঘণ্টা পর ড্রেন থেকে উদ্ধার বালকের দেহ - Body of Missing Boy Recovered - BODY OF MISSING BOY RECOVERED

Boy Body Recovered From Drain: গুয়াহাটিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ তার মাঝে বৃহস্পতিবার জলের তোড়ে ভেসে গিয়েছিল 8 বছরের বালক ৷ এনডিআরএফ এবং এসডিআরএফের সহায়তায় রবিবার তার দেহ উদ্ধার হল ড্রেন থেকে ৷

Boy Body Recovered in Assam
অসমে ড্রেনে মিলল বালকের দেহ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 10:17 PM IST

গুয়াহাটি, 7 জুলাই:60 ঘণ্টা পর অবশেষে ড্রেন থেকে উদ্ধার বালকের দেহ ৷ রবিবার সকালে গুয়াহাটি শহরের একটি ড্রেনে 8 বছর বয়সির দেহটি পাওয়া গিয়েছে । মৃতের নাম অবিনাশ সরকার ৷ সে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল । অবিনাশের বাবা-মা গুয়াহাটি মেডিক্যাল কলেজে দেহটি শনাক্ত করেছেন ৷ গুয়াহাটির রাজগড় এলাকায় এনডিআরএফ এবং এসডিআরএফের দল দেহটি উদ্ধার করে ৷

জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে গুয়াহাটি শহরের বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল 8 বছরের অবিনাশ সরকার ৷ জ্যোতি নগর এলাকায় অবিনাশের বাবার স্কুটি স্লিপ করে যায় ৷ সেসময় রাস্তার পাশে থাকা একটি ড্রেনে ছিটকে পড়ে যায় অবিনাশ ৷ সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ৷ তার বাবাও তাকে উদ্ধার করতে ড্রেনে ঝাঁপ দেন ৷ তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ প্রবল জলের স্রোত অবিনাশকে ভাসিয়ে নিয়ে চলে যায় ৷

অবিনাশের বাবা অনেকক্ষণ ছেলেকে ড্রেনে খোঁজেন ৷ তা সত্ত্বেও তার খোঁজ পাওয়া যায় না ৷ শেষে পুলিশকে খরব দেওয়া হয় ৷ পুলিশ বালককে উদ্ধারের জন্য এনডিআরএফ এবং এসডিআরএফ দলকে মোতায়েন করে । শনিবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনিও সবরকম সাহায্যের জন্য বালকের পরিবারকে আশ্বাস দেন ৷

প্রশাসনকে যত দ্রুত সম্ভব শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এরপরেই নিখোঁজ হওয়ার প্রায় 60 ঘণ্টা পর রাজগড় এলাকায় একটি ড্রেনের মধ্যে পাওয়া যায় অবিনাশকে ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সরকার পরিবারে ৷ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷

ABOUT THE AUTHOR

...view details