পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কিশোরীকে গণধর্ষণ করে ভিডিয়ো ভাইরালের অভিযোগ 6 নাবালকের বিরুদ্ধে - Minor Girl Gang Raped in Bihar - MINOR GIRL GANG RAPED IN BIHAR

Minor Girl Allegedly Raped in Bihar: কিশোরীকে গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল 6 নাবালক বিরুদ্ধে ৷ বিহারের পূর্ব চম্পারণের ঘটনায় জুভেনাইল আইনে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Minor Girl Allegedly Raped in Bihar
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 12:51 PM IST

Updated : Sep 13, 2024, 1:15 PM IST

মতিহারি, 13 সেপ্টেম্বর: বিহারের পূর্ব চম্পারণে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই 6 নাবালকের বিরুদ্ধে ৷ গণধর্ষণের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তদের মধ্যে 3 নাবালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে গত 4 সেপ্টেম্বর ৷ গত 11 সেপ্টেম্বর ঘটনার ভিডিয়ো ভাইরাল হলে, বিষয়টি জানাজানি হয় ৷ পূর্ব চম্পারণের বিজধারীর মহিলা থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন ৷

পুলিশ সূত্রে খবর, গত 4 সেপ্টেম্বর চাষের জমিতে কাজ করত গিয়েছিল ওই কিশোর ৷ অভিযোগ, তখনই গ্রামেরই 6 নাবালক তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৷ এমনকি তারা নাবালিকার ভিডিয়ো করে বলে অভিযোগ ৷ বিষয়টি কিশোরী তার বাড়িতে জানালেও, সম্মানহানির ভয়ে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি প্রথমে ৷ কিন্তু, গত 11 সেপ্টেম্বর অভিযুক্তরা জঘন্য সেই অপরাধের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ৷ এরপরেই বিষয়টি জানাজানি হয়ে যায় ৷ গ্রামবাসীরাই এ নিয়ে পুলিশের দ্বারস্থ হন ৷

জানা গিয়েছে, গ্রামবাসীদের আশ্বাসের নির্যাতিতা কিশোরীর বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করিয়েছেন ৷ ঘটনায় পকসো ও সাইবার অপরাধ আইনে মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে ৷ ইতিমধ্যে 3 অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস আইন অনুযায়ী পুলিশ গ্রেফতার করেছে ৷ বাকি তিনজন এই মুহূর্তে পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সোশাল মিডিয়া থেকে কিশোরীর ভিডিয়ো সরিয়ে ফেলা হয়েছে ৷

এই ঘটনায় বিজধারীর থানার ইনচার্জ রাজীব কুমার জানিয়েছেন, "4 সেপ্টেম্বরের ঘটনায় কিশোরীর পরিবারের তরফে প্রথমে গণধর্ষণের কোনও অভিযোগ জানান হয়নি ৷ মূলত, সামাজিক সম্মানের ভয়ে তাঁরা বিষয়টি গোপন করেছিলেন ৷ কিন্তু, ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, নির্যাতিতা কিশোরীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় ৷ মামলাটি মহিলা থানায় স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁরাই পরবর্তী তদন্ত করবেন ৷"

Last Updated : Sep 13, 2024, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details